X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পাবনা পৌর নির্বাচন: এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

পাবনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ১৬:৪৮আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৬:৪৮

পাবনা পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শরিফ উদ্দিন প্রধান। সোমবার (১১ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর তিনি এ লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে শরিফ উদ্দিন প্রধান বলেন, ঢাকা থেকে ফিরেই গত ১১ জানুয়ারি তারিখে গোলাম ফারুক প্রিন্স এমপি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন। এর ফলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সংসদ সদস্যের এমন কার্যক্রম নির্বাচনের আচরণবিধির ২ ধারার ১২ উপধারার সরাসরি লঙ্ঘন। এতে পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত হওয়া নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী শরিফ প্রধান বলেন, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স কেবল প্রচারণায় অংশ গ্রহণই করেননি, তিনি সরাসরি নৌকার প্রার্থীর পক্ষে ভোটও চাইছেন। যা সামাজিক মাধ্যম ছাড়াও দেশের প্রথম সারির গণমাধ্যমে প্রচারিত হয়েছে। আমি চাই নির্বাচন কমিশন প্রভাবমুক্ত হয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

তবে, পৌরসভা নির্বাচনকেন্দ্রিক দলীয় সভায় অংশগ্রহণের কথা স্বীকার করলেও নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ বা ভোট চাননি বলে দাবি করেছেন গোলাম ফারুক প্রিন্স। তিনি বলেন, দলীয় প্রার্থীর পক্ষে দলীয় সভায় অংশ নেওয়া আমার সাংগঠনিক দায়িত্ব। তবে, ভোট চাওয়ার বিষয়টি সঠিক নয়।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে পাবনা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বলেন, নির্বাচন পক্ষপাতমুক্ত করতে নির্বাচন কমিশন সজাগ রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু