X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চাঁদা দাবি করে শ্রমিকদের মারধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৬:১৯আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৬:১৯

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক নির্মাণ কাজের ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার কাগইল এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার অবরোধ চলাকালে মহাসড়কের উভয়পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মনিকো নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মহাস্থান সেতুর পরে কাগইল থেকে মোকামতলা অংশে মহাসড়কের কাজ পেয়েছে। তাদের ইট সরবরাহের জন্য চন্ডিহারা এলাকার আইনুল হক নামে এক ব্যক্তি দায়িত্ব পেয়েছেন। কিন্তু সরবরাহ করা ইট নিম্নমানের হওয়ায় ঠিকাদার ওই ব্যক্তির সঙ্গে চুক্তি বাতিল করেন। এতে আইনুল ক্ষিপ্ত হন। 

তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকোর কেনা প্রতি ইটের গাড়ি থেকে এক থেকে দেড় হাজার টাকা চাঁদা দাবি করেন। ঠিকাদার চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে আইনুল গত শনিবার মহাসড়কে কাজ করা কয়েকজন নির্মাণ শ্রমিকদের মারধর করেন।

প্রতিবাদে নির্মাণ শ্রমিক ও স্থানীয়রা রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার কাগইল এলাকায় মহাসড়ক অবরোধ করেন। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলাকালে উভয়পাশে অন্তত ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আলমগীর হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মশা নিধন অভিযান শুরু ডিএনসিসির
ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মশা নিধন অভিযান শুরু ডিএনসিসির
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
রংপুরে জামায়াতের সমাবেশে দুই লাখ মানুষ সমাগমের আশা
রংপুরে জামায়াতের সমাবেশে দুই লাখ মানুষ সমাগমের আশা
ঋতুপর্ণার গোলে বাংলাদেশ এগিয়ে
ঋতুপর্ণার গোলে বাংলাদেশ এগিয়ে
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি