X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

হঠাৎ স্কুলে ইউএনও, শিক্ষকের উকুন বেছে দিচ্ছে শিক্ষার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ২৩:২১আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২৩:২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শনে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, সকাল সাড়ে ৯টায় শিক্ষকদের স্কুলে উপস্থিত হওয়ার কথা থাকলেও সময়মতো আসছেন না শিক্ষকরা। কোনও কোনও স্কুলে ২/১ জন শিক্ষক উপস্থিত হলেও কিছু স্কুলে শিক্ষকরা বারান্দায় শিক্ষার্থীদের দিয়ে চুলের উকুন বেছে নিচ্ছেন। কোথাও চুলের বেণি বাঁধেন। শ্রেণিকক্ষে শিক্ষক না থাকায় হৈ-হুল্লোড় করে শিশু শিক্ষার্থীরা।

ইউএনও উজ্জল হোসেন জানান, তিনি উল্লাপাড়া উপজেলায় কয়েকদিন আগে হিসেবে যোগ দেন। বৃহস্পতি ও শনিবার (৭ ও ৯ এপ্রিল) তিনি উপজেলার মগড়া চড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন। সকাল সাড়ে ৯টায় কোনও প্রাথমিক বিদ্যালয়েই একজন শিক্ষককেও স্কুলে উপস্থিত পাননি তিনি। বেলা ১০টা পর্যন্ত অধিকাংশ স্কুলে বেশিরভাগ শিক্ষক আসেন না।

শিক্ষক না আসায় ক্লাস নেন ইউএনও

তিনি জানান, রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি দেখতে পান, স্কুলের বারান্দায় এক শিক্ষকের চুলের বেণি বেঁধে দিচ্ছেন অন্য এক নারী। অন্য একটি স্কুলে এক শিক্ষককে শিক্ষার্থীদের দিয়ে মাথার উকুন বেছে নিতে দেখেন।

ইউএনও আরও জানান, তিনি স্কুলে প্রবেশ করার পর বারান্দায় বসা শিক্ষকরা দ্রুত তাদের অফিসকক্ষে ঢুকে পড়েন। দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে কোনও শিক্ষক না থাকায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের হইচই থামান এবং শিক্ষকরা না আসা পর্যন্ত পাঠদান করেন। যেসব স্কুলে অব্যবস্থাপনা পাওয়া গেছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি উপজেলা শিক্ষা অফিসকে জানিয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মাহমুদ জানান, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর শ্রেণি পাঠদান ব্যবস্থার বিষয়ে ইউএনও জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তিনি বিভাগীয় ব্যবস্থা নেবেন।

/এফআর/
সম্পর্কিত
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা
সর্বশেষ খবর
পানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি