X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এবার ইউএনও’র গাড়ির ধাক্কায় আহত ৩ 

নওগাঁ প্রতিনিধি
১৩ মে ২০২২, ২১:৩২আপডেট : ১৩ মে ২০২২, ২১:৩৩

নওগাঁর রাণীনগর উপজেলায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলামের গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন শরিফুল মন্ডল, হাসান আলী ও নাইম হোসেন। তাদের সবার বাড়ি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বনগ্রামে। আহত তিন জনের মধ্যে শরিফুল মন্ডল নামে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অপর দুই জনকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ইউএনওর গাড়িচাপায় সাংবাদিক নিহত, ৩ দিনেও হয়নি মামলা 

আহতের স্বজনরা জানান, শরিফুলসহ ওই তিন জন ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রাণীনগর হয়ে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। 

তবে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম দাবি করেছেন, ‘আমরা গাড়ি নিয়ে সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঘোষগ্রাম দিয়ে বান্দাইখাড়া যাচ্ছিলাম। ওই সময় বৃষ্টি হচ্ছিল এবং আমাদের গাড়ি খুব ধীরে এগোচ্ছিল। এ সময় ঘোষগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন জনকে বহন করা মোটরসাইকেল রাস্তায় স্লিপ কেটে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে মোটরসাইলে থাকা একজন আরোহী আহত হন। আর দুই জনের কিছুই হয়নি। আহত একজন আরোহীকে সঙ্গে সঙ্গে নওগাঁ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়। তিনি আরও বলেন, আহত ব্যক্তির চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তাও দেওয়া হয়েছে।’

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, দুর্ঘটনার বিষয়ে আমি কিছু জানতাম না। আত্রাইয়ের ইউএনও আমাকে ফোন করলে আমি হাসপাতালে যাই। আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি স্যার আর্থিক সহযোগিতা দিয়েছেন। 

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ আসেননি বা কেউ অভিযোগ করেননি।

এরআগে, গত ৯ মে নাটোরের সিংড়ার নিংগইন ফিলিং স্টেশনের সামনে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হন।

 

 

/টিটি/
সম্পর্কিত
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা