X
বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২
২২ অগ্রহায়ণ ১৪২৯

তুলশীগঙ্গার তীরে ঘুড়ির মেলা

জয়পুরহাট প্রতিনিধি
১১ জুন ২০২২, ১০:৩৬আপডেট : ১১ জুন ২০২২, ১০:৪৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের তুলশীগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা বসেছে। সন্ন্যাস পূজাকে ঘিরে ২০০ বছরের বেশি সময় ধরে প্রতি বছর নদী তীরবর্তী সন্ন্যাস মন্দিরের পাশে এই মেলা আয়োজন করা হয়।

প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার দিনব্যাপী মেলা বসে। মেলাকে ঘিরে এলাকার মহব্বতপুর, জিয়াপুর, আমিড়া, মাতাপুর, জামালগঞ্জ ও মামুদপুরসহ আশপাশের প্রায় ৪০টি গ্রামে উৎসব বিরাজ করে।

মেলার মূল আকর্ষণ রঙ-বেরঙের ঘুড়ি। মাঠজুড়ে এসব ঘুড়ি ওড়ানো হয়। ঘুড়ি আর লাটাই কিনতে দোকানে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। এছাড়া মেলায় মিষ্টান্ন, প্রসাধনী, মাটির হাঁড়ি-পাতিল, হাতপাখা ও মাছ ধরার নানা সামগ্রীর দোকান বসেছে।

সন্যাসতলী মেলার মূল আকর্ষণ ঘুড়ি

মেলায় ঘুড়ি বিক্রি করতে আসা নাজমুল ও জিল্লুর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা এই মেলায় আসি। এখানে শখ করে ঘুড়ি কেনার জন্য মানুষ আসে। এসব ঘুড়ি বিক্রি করে আমাদের কিছু আয়ও হয়, অনেক ভালোও লাগে।’

পূজা কমিটির সভাপতি মন্টু চন্দ্র মন্ডল বলেন, ‘প্রতি বছরের মতো এবারেও মেলা বসেছে। এই মেলা  হিন্দু-মুসলিম সবাই মিলে উদযাপন করি। দেশের বিভিন্ন এলাকার মানুষ প্রতিবছরই এখানে আসেন। শনিবার (১১ জুন) ‍দুপুর পর্যন্ত মেলা চলবে।’

মাছ ধরার নানা সামগ্রী নিয়ে মেলায় এসেছেন অনেকে

ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সন্যাসতলী মেলার মূল আকর্ষণ ঘুড়ি। মেলাকে ঘিরে আশপাশের এলাকার বাড়িতে ব্যাপক উৎসব বিরাজ করে। অনেকে মেয়ে জামাই ও আত্মীয়-স্বজনদের দাওয়াত করে।’

/এসএইচ/
যে কারণে শুরুর একাদশে জায়গা হয়নি রোনালদোর
যে কারণে শুরুর একাদশে জায়গা হয়নি রোনালদোর
মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের
মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের
আজকের দিনে চুয়াডাঙ্গায় উড়েছিল বিজয়ের পতাকা
আজকের দিনে চুয়াডাঙ্গায় উড়েছিল বিজয়ের পতাকা
বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে সমুদ্রকে নিরাপদ রাখা আবশ্যক: প্রধানমন্ত্রী
বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে সমুদ্রকে নিরাপদ রাখা আবশ্যক: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
রোনালদোর পরিবর্তে দলে জায়গা পেয়ে হ্যাটট্রিক গোঞ্জালো রামোসের
রোনালদোর পরিবর্তে দলে জায়গা পেয়ে হ্যাটট্রিক গোঞ্জালো রামোসের
প্রথম একাদশ থেকে বাদ, বেঞ্চে রোনালদো
প্রথম একাদশ থেকে বাদ, বেঞ্চে রোনালদো
বল ওনাদের কোর্টে, কী সমঝোতা বলবেন তারাই: মির্জা ফখরুল
নয়া পল্টনে গণসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি?বল ওনাদের কোর্টে, কী সমঝোতা বলবেন তারাই: মির্জা ফখরুল
‘অটোরিকশাকে ট্রেনের টেনে নেওয়া দেখে ভয়ে চিল্লান দিছিলাম’
‘অটোরিকশাকে ট্রেনের টেনে নেওয়া দেখে ভয়ে চিল্লান দিছিলাম’
২০৪ কোটি টাকা পাচার, ব্যবসায়ীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
২০৪ কোটি টাকা পাচার, ব্যবসায়ীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা