X
রবিবার, ২৩ জুন ২০২৪
৯ আষাঢ় ১৪৩১

তুলশীগঙ্গার তীরে ঘুড়ির মেলা

জয়পুরহাট প্রতিনিধি
১১ জুন ২০২২, ১০:৩৬আপডেট : ১১ জুন ২০২২, ১০:৪৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের তুলশীগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা বসেছে। সন্ন্যাস পূজাকে ঘিরে ২০০ বছরের বেশি সময় ধরে প্রতি বছর নদী তীরবর্তী সন্ন্যাস মন্দিরের পাশে এই মেলা আয়োজন করা হয়।

প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার দিনব্যাপী মেলা বসে। মেলাকে ঘিরে এলাকার মহব্বতপুর, জিয়াপুর, আমিড়া, মাতাপুর, জামালগঞ্জ ও মামুদপুরসহ আশপাশের প্রায় ৪০টি গ্রামে উৎসব বিরাজ করে।

মেলার মূল আকর্ষণ রঙ-বেরঙের ঘুড়ি। মাঠজুড়ে এসব ঘুড়ি ওড়ানো হয়। ঘুড়ি আর লাটাই কিনতে দোকানে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। এছাড়া মেলায় মিষ্টান্ন, প্রসাধনী, মাটির হাঁড়ি-পাতিল, হাতপাখা ও মাছ ধরার নানা সামগ্রীর দোকান বসেছে।

সন্যাসতলী মেলার মূল আকর্ষণ ঘুড়ি

মেলায় ঘুড়ি বিক্রি করতে আসা নাজমুল ও জিল্লুর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা এই মেলায় আসি। এখানে শখ করে ঘুড়ি কেনার জন্য মানুষ আসে। এসব ঘুড়ি বিক্রি করে আমাদের কিছু আয়ও হয়, অনেক ভালোও লাগে।’

পূজা কমিটির সভাপতি মন্টু চন্দ্র মন্ডল বলেন, ‘প্রতি বছরের মতো এবারেও মেলা বসেছে। এই মেলা  হিন্দু-মুসলিম সবাই মিলে উদযাপন করি। দেশের বিভিন্ন এলাকার মানুষ প্রতিবছরই এখানে আসেন। শনিবার (১১ জুন) ‍দুপুর পর্যন্ত মেলা চলবে।’

মাছ ধরার নানা সামগ্রী নিয়ে মেলায় এসেছেন অনেকে

ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সন্যাসতলী মেলার মূল আকর্ষণ ঘুড়ি। মেলাকে ঘিরে আশপাশের এলাকার বাড়িতে ব্যাপক উৎসব বিরাজ করে। অনেকে মেয়ে জামাই ও আত্মীয়-স্বজনদের দাওয়াত করে।’

/এসএইচ/
সম্পর্কিত
ঐতিহ্যবাহী ‘ঘুড়ির মেলা’ ঘিরে উৎসবের আমেজ
মিরপুরে শুরু হয়েছে ফার্নিচার মেলা
গাজীপুরে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৪)
বরগুনায় বিয়ে বাড়িতে এখন শোকের মাতম
বরগুনায় বিয়ে বাড়িতে এখন শোকের মাতম
রোমানিয়াকে হারিয়ে নকআউটের দৌড়ে ফিরলো বেলজিয়াম
রোমানিয়াকে হারিয়ে নকআউটের দৌড়ে ফিরলো বেলজিয়াম
বাদাম ক্ষেতে আরও দুটি রাসেলস ভাইপার সাপকে পিটিয়ে মারলেন কৃষক
বাদাম ক্ষেতে আরও দুটি রাসেলস ভাইপার সাপকে পিটিয়ে মারলেন কৃষক
সর্বাধিক পঠিত
দেশের মাটিতে বিদেশি ফল, প্রথমবারেই সফল
দেশের মাটিতে বিদেশি ফল, প্রথমবারেই সফল
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার সমীকরণ
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার সমীকরণ
নায়িকার বিয়ে মাদ্রাসায়, দেনমোহর ৯ টাকা
নায়িকার বিয়ে মাদ্রাসায়, দেনমোহর ৯ টাকা
তিস্তা প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণা ভারতের
তিস্তা প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণা ভারতের
দীর্ঘায়ু পেতে চাইলে এই ৭ সুপার ফুড রাখুন পাতে
দীর্ঘায়ু পেতে চাইলে এই ৭ সুপার ফুড রাখুন পাতে