X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
২২ জুন ২০২২, ২০:৩৯আপডেট : ২২ জুন ২০২২, ২০:৩৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুলাল হোসেন (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ উঠেছে। ওই যুবক উপজেলার পাঁকা ইউনিয়নের সীমান্তবর্তী দশরশিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ভারতীয় অংশে তিনি নিহত হন। স্থানীয় পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ও দুলালের পরিবার বিষয়টি নিশ্চিত করলেও বিজিবি হত্যার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় গ্রামবাসী, দুলালের স্ত্রী-স্বজন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতের মরদেহ সীমান্ত লাইন থেকে প্রয় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের সূতি থানার চাঁদনী চক এলাকার মাঠে পড়ে আছে।

পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক দাবি করেন, দুলালসহ আরও কয়েকজন মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়ি ফেরেননি। গভীর রাতে সীমান্তে গুলির শব্দ শুনতে পান গ্রামবাসী। সকালে তারা খবর পান, বিএসএফের চাঁদনী চক ফাঁড়ির সদস্যদের গুলিতে মারা যান দুলাল। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে এসেছে। মরদেহ ভারতের এক কিলোমিটার অভ্যন্তরে পড়ে আছে বলে জানা গেছে। 

তিনি আরও দাবি করেন, আত্মীয়-স্বজনরা বিজিবির ওয়াহেদপুর কোম্পানি ফাঁড়িতে গিয়ে মরদেহ ফিরিয়ে আনার অনুরোধও জানিয়েছেন।

৫৩ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর শাহেদ দাবি করেন, ওয়াহেদপুর সীমান্তে কোনও বাংলাদেশির  হতাহতের বিষয়টি নিশ্চিত হতে পারিনি। তবে গ্রামবাসী ও দুলালের পরিবার আমাদেরকে বিষয়টি জানিয়েছে। কিন্তু তিনি সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন কি-না তা নিশ্চিত নই। তবে বিষয়টি সম্পর্কে জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ৯ জনকে পুশইন করেছে বিএসএফ
গাংনী সীমান্ত দিয়ে আরও ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক