X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের তরুণকে বিয়ে করে রাজশাহীতে মালয়েশিয়ান তরুণী

রাজশাহী প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ২১:৫৯আপডেট : ২৩ জুলাই ২০২২, ২২:২৮

মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করে দেশে নিয়ে এসেছেন রাজশাহীর এক তরুণ। দেশে এনে বৌভাতের আয়োজন করেছেন। শুক্রবার (১৫ জুলাই) নগরীর বিনোদপুর বাজারের নিজ বাজায় জাঁকজমকপূর্ণ বৌভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এই নবদম্পতিকে শুভেচ্ছা উপহার প্রদান করে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।

ওই তরুণ রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বিনোদপুর বাজার এলাকার বাসিন্দা আব্দুস ছাত্তারের ছেলে জুলফিকার। তার স্ত্রীর নাম অ্যানি ক্যান্ডিলা। ডাকনাম স্যান্ডি।

জুলফিকার আট বছর আগে পড়ালেখার জন্য মালয়েশিয়ায় যান। সেখানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন একটি চাকরিও করতেন। ওই সময় তার সঙ্গে পরিচয় হয় স্যান্ডির। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক থেকে বিয়েবন্ধনে আবদ্ধ হয়ে রাজশাহীতে আসেন

বাংলাদেশের তরুণকে বিয়ে করে রাজশাহীতে মালয়েশিয়ান তরুণী

জুলফিকার জানান, এই বিয়ে নিয়ে তার ভাই-বোন ও মা-বাবা, আত্মীয়-স্বজন সবাই খুব খুশি। স্যান্ডি আবারও প্রমাণ করলেন সত্যিকারের ভালোবাসা কোনও বাধা, ধর্ম ও ভাষা মানে না। তার স্ত্রী খ্রিষ্টান ধর্মাবলম্বী। ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করেছেন। স্যান্ডির এই ভালোবাসা তার কাছে অনেক বড় প্রাপ্তি।

স্যান্ডি জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। আগামী সপ্তাহেই স্বামী জুলফিকারকে নিয়ে নিজ দেশ মালয়েশিয়ায় ফিরতে চান। সেখানে দুজনই নতুনভাবে নিজ ক্যারিয়ার প্রতিষ্ঠায় কাজ করতে চান।

বাংলাদেশের তরুণকে বিয়ে করে রাজশাহীতে মালয়েশিয়ান তরুণী

স্যান্ডি মালয়েশিয়ার একজন পাসপোর্ট কর্মকর্তা এবং তার স্বামী জুলফিকার ব্যবসা করেন। তবে বাংলাদেশ তার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে রাজশাহীকে। তার শাশুড়ি মা তাকে পছন্দ করায় ও পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেওয়ায় তিনি অনেক খুশি এবং আনন্দিত। শাশুড়ির সঙ্গে সংসারের কাজ করতে চান। কিন্তু শাশুড়ি ভালোবেসে কিছুই করতে দেন না বলেও জানান নববধূ।

ভিনদেশি এই নববধূকে দেখতে এখন জুলফিকারে বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী। ভাষাগত ব্যবধান থাকলেও মা, ভাই-বোনদের সঙ্গে এরই মধ্যে বেশ সখ্য গড়ে তুলেছেন স্যান্ডি। তবে তার কথোপকথনে দোভাষীর কাজ করছেন স্বামী জুলফিকার।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত
শ্রমবাজার ইস্যুতে মালয়েশিয়ার সঙ্গে বসতে চায় বাংলাদেশ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা