X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
ক্ষেতলালে ইউপি নির্বাচন

চেয়ারম্যান প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের সাথী, চলছে ব্যতিক্রমী প্রচারণা

জয়পুরহাট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ১৮:৪৪আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৮:৪৪

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সাথী নামে তৃতীয় লিঙ্গের একজন। ইতোমধ্যে সঙ্গীদের নিয়ে ব্যতিক্রমী নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

সাথী ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের হোপ গ্রামের বাসিন্দা। ছয় ভাই, তিন বোনের মধ্যে সাথী সবার বড়। কাগজে-কলমে তার নাম আলী আজম। নির্বাচনে তিনি প্রতীক পেয়েছেন চশমা। 

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামী ২ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাথীসহ পাঁচ প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। অন্যরা হলেন আওয়ামী লীগের মো. বোরহান উদ্দিন ফকির (নৌকা), স্বতন্ত্র আবদুল বারিক মণ্ডল (আনারস), মো. খলিলুর রহমান (মোটরসাইকেল) ও মো. নাজমুল হক (ঘোড়া)। 

তৃতীয় লিঙ্গের সাথী

স্থানীয়রা জানিয়েছেন, সিত্রাংয়ের প্রভাবে সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার নিশ্চিন্তা বাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় বাজারের চার মাথা মোড়ে ঢাকঢোল বাজাতে বাজাতে একটি পিকআপভ্যান আসে। পিকআপভ্যানের পেছনে ছিল দুটি ভটভটি। গাড়ি থেকে নেমে কয়েকজন হিজড়া সড়কের ওপর দাঁড়িয়ে নাচতে শুরু করেন। তাদের নাচ দেখে জড়ো হন উৎসুক জনতা। এর ফাঁকে লিফলেট ও পোস্টার বিলি করে ভোট চাইতে শুরু করেন সাথী। তাকে ভোট দেবেন বলে আশ্বস্ত করেন ভোটাররা।

ওই এলাকার ভোটাররা জানান, শেষ মুহূর্তে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনে একমাত্র হিজড়া প্রার্থী সাথীর প্রচারণায় হিজড়ারা অংশ নিচ্ছেন। তারা নেচেগেয়ে ভোট চাচ্ছেন। তাদের ব্যতিক্রমী প্রচারণায় অংশ নিচ্ছেন ভোটাররাও।

স্থানীয় ভোটার আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চশমা প্রতীকের প্রার্থী সাথীর নির্বাচনি প্রচারণা ব্যতিক্রম। এবার তাকে ভোট দেওয়ার কথা ভাবছি।’

সাথীর প্রচারণায় হিজড়া ও ভোটাররা অংশ নিচ্ছেন

সাথীর ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ছয় ভাই তিন বোন। সাথী সবার বড়। তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা পরিবারের লোকজন, গ্রামবাসী ও হিজড়ারা তার পক্ষে কাজ করছি।’

চেয়ারম্যান প্রার্থী সাথী বলেন, ‘ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার ঘর-সংসার নেই। কাজেই আমাকে দুর্নীতি করে টাকাপয়সা জমাতে হবে না। নির্বাচিত হলে সরকারি সব সুবিধা জনগণের মধ্যে সঠিকভাবে বণ্টন করবো।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান বলেন, ‘আগামী ২ নভেম্বর উপজেলার এক নম্বর তুলসীগঙ্গা ও দুই নম্বর বড়তারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনও অভিযোগ পাইনি আমরা।’

/এএম/
সম্পর্কিত
এবার দুই শতাধিক অটোভ্যানের বহর নিয়ে আখতারের শোডাউন
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল
বাংলাদেশে ক্রিকেট খেলতে হলে সমালোচনা সহ্য করতেই হবে: সালাউদ্দিন
বাংলাদেশে ক্রিকেট খেলতে হলে সমালোচনা সহ্য করতেই হবে: সালাউদ্দিন
কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত