X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপির একার পক্ষে আন্দোলন সম্ভব নয়: রুমিন ফারহানা 

পাবনা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ২২:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ২২:৩৮

সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বিএনপির একার পক্ষে সম্ভব নয়। এ জন্য দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। দেশের আগের চেহারা ফিরিয়ে আনতে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, মানুষের ন্যায়বিচার পাওয়া ও মানবাধিকারে বিশ্বাস করেন সেসব দলগুলোকে সঙ্গে নিয়েই জাতীয় সরকার গঠনের বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন ও দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করবে।’

বিএনপির মিডিয়া সেলের আয়োজনে পাবনার সুধী সমাজের সঙ্গে ‘জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে পাবনার রত্মদ্বীপ রিসোর্টের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

রুমিন ফারহানা বলেন, ‘যেসব ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো জাতীয় সরকারের সঙ্গে যুক্ত হবে- তাদের প্রার্থী যদি এমপি হিসেবে নির্বাচিত নাও হন, তবুও তাদের মেধা প্রজ্ঞা ও গঠনমূলক মতামত জাতীয় সংসদে উপস্থাপন করতে পারবেন।’

তিনি বলেন, ‘বিএনপির হাত দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের চারটির পরিবর্তে অসংখ্য গণমাধ্যম তৈরি ও বিচার বিভাগের স্বাধীনতা এসেছে। বিএনপি পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণ পেয়েছে, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকলে সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলটি স্বৈরতান্ত্রিক ভূমিকায় অবস্থান করে। সংসদে দুটি কক্ষ থাকলে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘দ্বি-কক্ষ বিশিষ্ট সরকার হলে যেকোনও নীতি ও আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায়। ফলে গঠনমূলক পর্যালোচনা করা সম্ভব হয়।’

মিডিয়া সেলের আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

/এফআর/
সম্পর্কিত
আগামী ৩০০ বছর আর ক্ষমতায় যেতে পারবে না আ.লীগ: রুমিন ফারহানা
রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করলেন ছাত্রলীগ নেতারা, রক্ষা করলো পুলিশ
আগামী ১০০ বছরেও আ.লীগ আর ক্ষমতায় আসতে পারবে না: রুমিন ফারহানা
সর্বশেষ খবর
বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মোকাবিলায় যা করছে ডিএনসিসি
বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মোকাবিলায় যা করছে ডিএনসিসি
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি