X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

৩ বছর ধরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

রাজশাহী প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ২১:১৮আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২২:০৫

মোবাইল ফোনে ধারণ করা অশ্লীল ভিডিও ভাইরালের হুমকি দিয়ে তিন বছর ধরে ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে এক স্কুলশিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২১ নভেম্বর) বিকাল ৩টার দিকে অভিযুক্ত শিক্ষক জামিন আবেদন করলে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহা. হাসানুজ্জামান নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. মাসুদ সরকার (৫০)। সে উপজেলার মৌগাছী বাটুপাড়া এলাকার মৃত সিদ্দিক সরকারের ছেলে। রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বাটুপাড়া কারিগরি ও বাণিজ্যিক ইনস্টিটিউটের ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিংয়ের শিক্ষক।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক ২০১৯ সালের জানুয়ারিতে ওই ছাত্রীকে তার প্রতিষ্ঠানে ভর্তি হতে বলে। তার কথামতো ওই শিক্ষা প্রতিষ্ঠানের ‘ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং’ বিষয়ে ভর্তি হন ভুক্তভোগী। ভর্তির পর ওই শিক্ষক ভুক্তভোগীর বাড়িতে প্রায়ই আসতো। ২০১৯ সালের ১০ মে দুপুর আড়াইটায় ভুক্তভোগীকে নোট দেওয়ার কথা বলে মোবাইল ফোনে তার (অভিযুক্ত) বাসায় ডেকে নেয়। এ সময় মাসুদ ভুক্তভোগীকে বাড়ির দোতলায় শয়নকক্ষে নোটগুলো রাখা আছে বলে জানায়।

সেখানে নোট নেওয়ার জন্য গেলে অভিযুক্ত শিক্ষক পিছু পিছু শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে তাকে। একইসঙ্গে এর চিত্র মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেইলিং করতে থাকে। এরপর তিন বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় সে।

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি জানান, আসামি জামিনের আবেদন করেছিল। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
কারাগারে আইভী
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার