X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছেলের আকিকার বাজার করতে গিয়ে বাসচাপায় সেনাসদস্য নিহত

জয়পুরহাট প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২২, ১৭:৩৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৭:৩৪

ছেলের আকিকার জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন সেনাসদস্য নাইচ আলী। গরু জবাই করে প্রতিবেশী ও স্বজনদের মাঝে মাংসও বিলি করেছেন। সেইসঙ্গে বাড়িতে খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন। কিন্তু এই আনন্দ রূপ নিলো বিষাদে। ছেলের আকিকার অনুষ্ঠানের জন্য বাজার করতে গিয়ে বাসচাপায় নিহত হয়েছেন নাইচ আলী।

রবিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ ও চালক মফির উদ্দিনকে (৫৮) আটক করেছে পুলিশ।

নিহত নাইচ আলী (২৯) আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহিতুড় গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি খাগড়াছড়ি সেনা ক্যাম্পের ৬-ই বেঙ্গল বাগাইহাট জোনের ল্যান্স করপোরাল পদে কর্মরত ছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১১ দিন আগে ছেলেসন্তানের বাবা হন নাইচ আলী। ছেলের আকিকা করতে ১৯ দিনের ছুটি নিয়ে এক সপ্তাহ আগে বাড়ি আসেন। বাড়িতে আজ ছেলের আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন। সকালে গরু জবাই করে স্বজন ও প্রতিবেশীদের মাঝে মাংস বিলি করেন। পাশাপাশি দুপুরে বাড়িতে স্বজনদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন। এরই মধ্যে ছেলের আকিকার অনুষ্ঠানের বাজার করতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পৌর শহরের উপজেলা পরিষদের সামনের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়কের ওপর পড়ে যান। তখন পেছন থেকে আসা আক্কেলপুরগামী হাবিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন নাইচ আলী।

ঘটনার প্রত্যক্ষদর্শী জি এম মোস্তফা বলেন, ‘আক্কেলপুর কলেজ গেটের সামনে আমার বাসা। সকালে বাজার করতে বের হয়েছিলাম। উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে সিঙ্গার শোরুমের কাছে গেলে হঠাৎ দেখি একটি মোটরসাইকেল বাসের নিচে পড়ে যায়। বাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন। পরে জেনেছি, নিহত ব্যক্তি সেনাসদস্য। খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।’

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবু হোসেন বলেন, ‘দুই সন্তানের জনক ছিলেন নাইচ আলী। তিনি আমার আত্মীয়। ১১ দিন আগে ছেলের বাবা হয়েছেন। মেয়ের বয়স তিন বছর। নবজাতক ছেলের আকিকার অনুষ্ঠানের জন্য বাজার করতে গিয়ে বাসচাপায় নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর বাড়ি পৌঁছালে আনন্দ বিষাদে রূপ নেয়। আমরা সবাই শোকাহত।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘ময়নাতদন্তের জন্য সেনাসদস্য নাইচ আলীর মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না