X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

‘দালান-কোঠা আর যন্ত্রপাতি বাড়ালেই শিক্ষার মান বাড়বে না’

রাজশাহী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ২৩:১০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:১০

শুধু বড় বড় দালাল-কোঠা আর ভারী যন্ত্রপাতি বাড়ালেই শিক্ষার মান বাড়বে না জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘এর জন্য সঠিক পরিকল্পনা দরকার। সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব।’

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে রাজশাহী নগরীর এএইচএম কামারুজ্জামান অডিটরিয়ামে এক কর্মশালা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক রাজশাহী বিভাগীয় অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে ‘শিক্ষাব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক এ কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মাঝে লেখাপড়া করালে হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর জোর দিতে হবে। একজন মানুষকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনও বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো এ নিয়ে অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে।’

উদার সাহসিকতার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘আগামীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোকে একই নেটওয়ার্কের আওতায় এনে এই পথচলাকে আরও সুগম করা হবে। যাতে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের একইভাবে জীবনমুখী শিক্ষায় দক্ষ ও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে পারে। এজন্য সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কলেজগুলোর গ্রন্থাগারের পরিবেশ আরও উন্নত করতে হবে। যাতে সেখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করতে পারে।’

বিশ্বের শ্রমবাজার শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্বের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারলে সেখানে ঢুকতে পারবে না। নিজেকে অনেক পরিশ্রম করে মাথা খাটিয়ে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো প্রণয়নে বিভিন্ন বিষয়ে দক্ষ ও বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
গভর্নিং বডির সদস্যদের আর্থিক সুবিধা নয়, সভাপতির যোগ্যতা স্নাতকোত্তর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল
পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল
সালিশে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ
সালিশে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ
সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড বাহরাইনের
সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড বাহরাইনের
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
একসঙ্গে নাচলেন তারা...
একসঙ্গে নাচলেন তারা...