X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘দালান-কোঠা আর যন্ত্রপাতি বাড়ালেই শিক্ষার মান বাড়বে না’

রাজশাহী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ২৩:১০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:১০

শুধু বড় বড় দালাল-কোঠা আর ভারী যন্ত্রপাতি বাড়ালেই শিক্ষার মান বাড়বে না জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘এর জন্য সঠিক পরিকল্পনা দরকার। সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব।’

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে রাজশাহী নগরীর এএইচএম কামারুজ্জামান অডিটরিয়ামে এক কর্মশালা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক রাজশাহী বিভাগীয় অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে ‘শিক্ষাব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক এ কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মাঝে লেখাপড়া করালে হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর জোর দিতে হবে। একজন মানুষকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনও বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো এ নিয়ে অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে।’

উদার সাহসিকতার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘আগামীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোকে একই নেটওয়ার্কের আওতায় এনে এই পথচলাকে আরও সুগম করা হবে। যাতে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের একইভাবে জীবনমুখী শিক্ষায় দক্ষ ও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে পারে। এজন্য সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কলেজগুলোর গ্রন্থাগারের পরিবেশ আরও উন্নত করতে হবে। যাতে সেখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করতে পারে।’

বিশ্বের শ্রমবাজার শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্বের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারলে সেখানে ঢুকতে পারবে না। নিজেকে অনেক পরিশ্রম করে মাথা খাটিয়ে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো প্রণয়নে বিভিন্ন বিষয়ে দক্ষ ও বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
স্বাধীনতার ইতিহাস বেশি বিকৃত হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে: শিক্ষামন্ত্রী
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
অনার্স পরীক্ষার ফল প্রকাশের আগেই ২৭০০ শিক্ষার্থীর উত্তরপত্র চুরি
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!