X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হিরো আলমের সংবাদ করায় দুই সাংবাদিককে মারধর, যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০০

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের সংবাদ সম্মেলনের সংবাদ করায় দুই সাংবাদিককে মারধরের অভিযোগে যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে শহরের কলোনি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরিফুল ইসলাম শিপুল বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি। মারধরের ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন স্থানীয় সাংবাদিক জে এম রউফ।

মারধরের শিকার দুই সাংবাদিক হলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ এবং স্থানীয় দৈনিক বগুড়ার সিনিয়র স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বুধবার (১ ফেব্রুয়ারি) বগুড়া-৪ আসনের উপনির্বাচনের ফল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে শহরের টেম্পল রোডের জেলা আওয়ামী লীগ অফিস সংলগ্ন টাউন ক্লাবে সংবাদ সম্মেলন করেন হিরো আলম। সেখানে বসে সংবাদ করছিলেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় সেখানে প্রবেশ করে জে এম রউফ এবং জহুরুল ইসলামকে মারধর করেন শরিফুল ইসলাম শিপুল।

মারধরের শিকার জে এম রউফ জানিয়েছেন, তিনি টাউন ক্লাবের অফিসে (ক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষে) বসে উপনির্বাচনে পরাজিত প্রার্থী হিরো আলমের ফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের সংবাদ লিখছিলেন। ওই কক্ষে স্থানীয় সাংবাদিক প্রদীপ মহন্ত ও জহুরুল ইসলাম ছাড়াও তার আরও দুই সহকর্মী উপস্থিত ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ নেতা শিপুল মদ্যপ অবস্থায় সেখানে প্রবেশ করেন। এ সময় তিনি (রউফ) হিরো আলমের সংবাদ সম্মেলনের ভিডিও তার পত্রিকার মেইলে দিয়েছেন মর্মে মোবাইল ফোনে অফিসকে অবহিত করছিলেন। এটি শুনেই ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগাল শুরু করেন শিপুল। তারা প্রতিবাদ করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মারধর করেন শিপুল।

পুলিশ জানায়, এ ঘটনার পরদিন সাংবাদিক জে এম রউফ সদর থানায় অভিযোগ দেন। শনিবার সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ। দুপুরে শহরের কলোনি বাজার এলাকা থেকে শিপুলকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, ‘গ্রেফতার যুবলীগ নেতাকে রবিবার আদালতে পাঠানো হবে।’

এ প্রসঙ্গে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, ‘শিপুল প্রস্তাবিত জেলা কমিটির সহ-সভাপতি। তিনি মুক্তিযোদ্ধার সন্তান। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছি আমরা। ইতোমধ্যে আমরা জেনেছি, দুই সাংবাদিক উত্তেজিত হয়ে শিপুলকে সেদিন মারধর করেছেন।এরপর ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিককে মারধর করেছেন শিপুল। এরপরও অভিযুক্ত শিপুল তাদের হাত-পা ধরে ক্ষমা চেয়েছেন। তবু মামলা করেছেন তারা।’

এদিকে, দুই সাংবাদিককে মারধরের প্রতিবাদে শনিবার বগুড়া প্রেসক্লাবে যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এএইচএম আখতারুজ্জামান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গনেশ দাস, বগুড়া সাংবাদিক ইউনিয়েনের সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান রানা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও বগুড়া
সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য তানসেন আলম প্রমুখ।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…