X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

থমথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাবি প্রতিনিধি 
১৩ মার্চ ২০২৩, ১৩:০৬আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৪:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার দুদিন পরও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোমবার (১৩ মার্চ) সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা খুবই কম। ছাত্রনেতারা বলছেন, আন্দোলনে যাওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এদিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। রবিবার রাত থেকে ছোট ছোট যানবাহন চলাচল শুরু হয়েছে। 

সরেজমিন দেখা যায়, মহাসড়ক দিয়ে অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন চলাচল করছে। বাস-ট্রাকের মতো বড় যানবাহন চলাচল করছে বিকল্প পথে রাজশাহী বাইপাস সড়ক দিয়ে। যান চলাচল নির্বিঘ্ন করতে বিনোদপুর ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে রবিবার (১২ মার্চ) বেলা ১২টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ অগ্নিসংযোগ, ইট ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। পরে তারা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সরে গিয়ে চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নেন। এ সময় তারা ব্যানার, টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা ফিরে যান। রাত ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। 

ফাঁকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

এদিকে যান চলাচল স্বাভাবিক হলেও পুরো ক্যাম্পাস ফাঁকা। শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে।

এদিকে সংঘর্ষের ঘটনায় আপাতত কোনও আন্দোলন কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্র সংগঠন। এই ঘটনাকে ঘিরে চলমান বিক্ষোভের মধ্যে রেললাইনে অগ্নিসংযোগের ঘটনায় তাদের কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি তাদের। তারা জানান, শান্তিপূর্ণ উপায়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে।

সংগঠনগুলো হলো- বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র অধিকার পরিষদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন ও নাগরিক ছাত্র ঐক্য।

রবিবার রাতে ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রায়হান আফরোজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রসংগঠনগুলো জানায়, গত শনিবার শিক্ষার্থীদের ওপর বিনোদপুর বাজারের স্থানীয় লোকজনের হামলার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল প্রগতিশীল ও গণতান্ত্রিক ছাত্রসংগঠনগুলো সংহতি জানিয়ে তাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়। তারা বরাবর শিক্ষার্থী অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছেন। সম্প্রতি চলমান আন্দোলনকেও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য তারা চেষ্টা করেছেন। শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থের লড়াইয়ে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

ঘটনার শুরু শনিবার (১১ মার্চ)। সেদিন বগুড়া থেকে বাসে করে রাজশাহীতে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বাসের আসনে বসা নিয়ে তার সঙ্গে ওই বাসের চালক ও সহকারীর বাগবিতণ্ডা হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে পৌঁছালে তাদের সঙ্গে আবার বাগবিতণ্ডায় জড়ান ওই শিক্ষার্থী। এ সময় স্থানীয় এক দোকানি ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে ওই দোকানির ওপর চড়াও হলে স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেন। তখন শিক্ষার্থীরাও তাদের ধাওয়া দেন। এরপর থেকে রণক্ষেত্রে পরিণত হয় পুরো বিনোদপুর এলাকা। স্থানীয় ব্যক্তিদের হামলা-সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেলে আহত হয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। তাদের মধ্যে এখনও ৯০ জন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এক শিক্ষার্থী। ছয় জন শিক্ষার্থীর চোখে অস্ত্রোপচার করা হয়েছে।

/আরকে/আরআর/
টাইমলাইন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ
১৩ মার্চ ২০২৩, ১৩:০৬
থমথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
সম্পর্কিত
মোংলা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
‘চাঁদাবাজির টাকা’ ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ
ব্রহ্মপুত্রের বালু বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’