X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবাসিক ছাত্রকে হল ছাড়ার আল্টিমেটাম দিয়ে অনাবাসিক ছাত্রকে তুললো ছাত্রলীগ

রাবি প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ১৩:১০আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৩:১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের এক আবাসিক ছাত্রকে রুম ছাড়তে সাত দিনের আল্টিমেটাম দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। একইসঙ্গে ওই রুমে এক অনাবাসিক শিক্ষার্থীকে তুলে দিয়েছেন তারা। সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের ৪৩১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মাস্টার্সে পড়েন। 

অভিযুক্তরা হলেন- মাদার বখশ হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত রায় ও হল ছাত্রলীগের কর্মী আরিফ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাদার বকশ হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত রায়ের অনুসারী আরিফের নেতৃত্বে পাঁচ থেকে ছয় ছাত্রলীগ কর্মী  ৪৩১ নম্বর কক্ষে আসেন। মেহেদী কবে হল ছাড়বেন জানতে চান। এ সময় তারা নাজমুল নামে এক অনাবাসিক শিক্ষার্থীর বিছানাপত্র ওই কক্ষে রাখেন। তিনি ওই কক্ষে থাকবেন বলে জানান। একইসঙ্গে সাত দিনের মধ্যে মেহেদীকে হল ছাড়তে আল্টিমেটাম দেন ছাত্রলীগ কর্মীরা। রাত সাড়ে ১২টার দিকে নাজমুল ওই কক্ষে আসেন। রাতে ওই কক্ষে অবস্থান করেন তিনি।

ভুক্তভোগী মেহেদী বলেন, ‘২০ দিন আগে জয়ন্ত রুমে বস্তা রেখে যান। আমি তখন বলেছি, আমার এখনও রেজাল্ট হয়নি, হলে তারপর চলে যাব। জয়ন্ত তখন কিছু বলেননি। এর কিছুদিন পর তিন থেকে চার জন এসে সাত দিনের মধ্যে হল ছেড়ে চলে যেতে বলে। আজ আরিফের নেতৃত্বে পাঁচ-ছয় জন এসে রুমে একজনকে উঠিয়ে দিয়ে গেছে।’

জানা গেছে, নাজমুল হাসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে রাজনীতি করার শর্তে হলে উঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমি হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ভাইয়ের রাজনীতি করি। তিনি আমাকে হলে তুলেছেন। আমার আবাসিকতা নেই।’  

এ বিষয়ে ছাত্রলীগ কর্মী আরিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ ফয়সাল আহমেদ রুনু ভাইয়ের মাধ্যমে তাকে হলে উঠানো হয়েছে। রুনু ভাই জয়ন্ত ভাইয়ের কাছে নাজমুলকে পাঠাইছে। যেহেতু এই হলের দায়িত্বে জয়ন্ত ভাই আছেন, তাই জয়ন্ত ভাইয়ের মাধ্যমে তাকে হলে ওঠানো হয়েছে।’

মাদার বখশ হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত রায় বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই ছেলে ছাত্রলীগের রাজনীতি করছে। আমরা জানতে পেরেছি ওই কক্ষ কিছুদিনের মধ্যেই খালি হবে। তার থাকার সমস্যা দেখে রুনু ভাইয়ের সঙ্গে কথা বলে ওই কক্ষে তাকে দেওয়া হয়েছে। তবে সাত দিনের সময় বেঁধে দিয়ে হল ছেড়ে দেওয়ার অভিযোগটি মিথ্যা।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ ফয়সাল আহমেদ রুনুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের কাছে হলে ওঠার সুপারিশের জন্য অনেকেই আসে। ছাত্রলীগের কেউ আসলে আমরা ওই হলের নেতাদের বলি। কে, কাকে দিয়ে হলে উঠিয়েছে সেটা আমি জানি না। তবে খোঁজ নিয়ে আমি বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।’

আধা ঘণ্টা পর তিনি ফের কল করে জানান নাজমুলকে ওই রুমে রাখা হবে না। তবে খোঁজ নিয়ে জানা গেছে, নাজমুল ৪৩১ নম্বর কক্ষেই রাতে অবস্থান করেন।

এ বিষয়ে মাদার বখশ হলের প্রাধ্যক্ষ শামিম হোসেন বলেন, ‘গতকাল আমার এক আত্মীয় মারা গেছেন। তাই রাতে হলে যেতে পারিনি। কাল ওই শিক্ষার্থী আমার কাছে ফোন করেছিল। আমি বলেছি, যার আবাসিকতা আছে সেই ওই কক্ষে থাকবে। আমি আজকে হলে গিয়ে বিষয়টা দেখব।’

/আরআর/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত