X
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

শাজাহানপুরে আ.লীগ নেতা পারভেজ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪

বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ (৪৬) হত্যা মামলায় পেশাদার খুনিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা সোমবার (১১ সেপ্টেম্বর) দিনভর বগুড়া ও রাজশাহীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। রাতে র‌্যাব কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য দেন।

গ্রেফতার দুই জন হলেন- বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মৃত তুহিন মিয়ার ছেলে পারভেজ হত্যাকাণ্ডের মূলহোতা তন্ময় সাব্বির ওরফে কিলার সাব্বির (২৮) ও শিববাটি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আল আমিন (২৬)।

নিহত পারভেজ শাবরুল এলাকার মন্টু প্রামাণিকের ছেলে। তিনি বগুড়া সদরের কৈচড় বিএম কলেজের প্রভাষক এবং আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

র‌্যাব ও এজাহার সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে গত ২ সেপ্টেম্বর সকালে অটোরিকশা নিয়ে ধাওয়া দিয়ে বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় শাহজালাল তালুকদার পারভেজকে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের স্ত্রী শাজাহানপুর থানায় সাত জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এরপর থেকে র‌্যাব সদস্যরা ছায়া তদন্ত শুরু করেন। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে রাজশাহী সদর থেকে এজাহারভুক্ত সাব্বিরকে গ্রেফতার করেন। সেখানে তিনি তৌফিক ছদ্মনামে আত্মগোপনে ছিলেন। এর আগে সকালে শহরের কালিতলা এলাকা থেকে তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আসামি আল-আমিনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

র‌্যাব কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেফতার সাব্বির ও আল-আমিন জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা উদ্ধার হওয়া অটোরিকশা দিয়ে ধাওয়া করে মোটরসাইকেল আরোহী পারভেজের পথরোধ করে। হাতে কোপ দেওয়ার পর পারভেজ আত্মরক্ষায় রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন। আসামিরা সেখানে গিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। হত্যার পর তারা ওই অটোরিকশাতে পালিয়ে যায়। সোমবার রাতেই গ্রেফতার দুই জনকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়। এর আগে পুলিশ এক নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জ পৌরসভা মেয়রের পদত্যাগ, হবেন স্বতন্ত্র প্রার্থী
মুন্সীগঞ্জ পৌরসভা মেয়রের পদত্যাগ, হবেন স্বতন্ত্র প্রার্থী
ব্যাংকে নিরীক্ষার যোগ্য ৩১ ফার্মের তালিকা প্রকাশ
ব্যাংকে নিরীক্ষার যোগ্য ৩১ ফার্মের তালিকা প্রকাশ
২৮ অক্টোবরের পর ‘নিখোঁজ’ বিএনপি নেতারা সামনে আসছেন
২৮ অক্টোবরের পর ‘নিখোঁজ’ বিএনপি নেতারা সামনে আসছেন
অপমৃত্যু ও অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছে ডিএমপি
অপমৃত্যু ও অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছে ডিএমপি
সর্বাধিক পঠিত
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা