X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ঘরে উচ্চশব্দে গান বাজিয়ে ট্রাকচালককে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক 

বগুড়া প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:২৪

বগুড়ার শিবগঞ্জে রুবেল মিয়া (৩০) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চাওলাপাড়া গ্রামের বাড়িতে উচ্চশব্দে গান বাজিয়ে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নিজ ঘরের শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেলের স্ত্রী সীমা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।

রুবেল মিয়া চাওলাপাড়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে। নিহতের স্বজনদের দাবি, রুবেলের স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এজন্য ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল মিয়ার সঙ্গে ১২ বছর আগে প্রতিবেশী সুলতান মিয়ার মেয়ে সীমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে আট বছরের এক ছেলে রয়েছে। দাম্পত্য কলহের কারণে গত এক বছর ধরে বাবার বাড়িতে থাকেন সীমা। তবে রুবেল নিজ বাড়িতে থাকতেন। পাশাপাশি বাড়ি হওয়ায় মাঝেমধ্যে স্বামীর বাড়িতে আসতেন স্ত্রী। মঙ্গলবার রাতে শয়নকক্ষে ঢুকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে রুবেলকে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার সকালে শয়নকক্ষে রক্তাক্ত লাশ পাওয়া যায়।

রুবেলের বড় বোন মমতা বেগম ও ভাই রজব আলী জানান, রুবেলের স্ত্রী এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এ কারণে এক বছর ধরে স্ত্রী বাবার বাড়িতে থাকেন। তাদের ধারণা, তার স্ত্রী ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মঙ্গলবার সারারাত রুবেলের বাড়িতে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বেজেছে। যাতে ভাইয়ের চিৎকার বাইরে না যায়। ওই সময়ে হত্যাকাণ্ড ঘটেছে।

তবে রুবেলের স্ত্রী বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আমার বাবার বাড়ি এসে খাবার খেয়ে যান রুবেল। আমার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি পাশাপাশি। রাত ১২টার দিকে উচ্চশব্দে তার ঘরে সাউন্ডবক্সে গান বাজতে শুনেছি। এত জোরে গান বাজানোর কারণে প্রতিবেশীরাও বিরক্ত হয়েছিল। বুধবার সকাল ৯টার দিকে ঘুম থেকে না ওঠায় বাড়ির প্রাচীর টপকে ঘরে গিয়ে দেখি রক্তাক্ত লাশ পড়ে আছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা আমি জানি না। এখন আমাকে দোষারোপ করা হচ্ছে।’

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘রুবেলের বাঁ হাত ও পিঠে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ছুরিকাঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা সীমাকে সন্দেহ করায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধারের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা