X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আধিপত্য বিস্তারে খুন ধারণা পুলিশের

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ২২:৪৮আপডেট : ০২ মার্চ ২০২৪, ২২:৪৮

বগুড়া শহরে দুর্বৃত্তরা প্রকাশ্যে আজহারুল ইসলাম শান্ত (২৪) নামে কলেজছাত্র ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। শনিবার (২ মার্চ) বিকালে শহরের চকফরিদ কলোনি এলাকায় একটি ব্যাংক শাখার পাশে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, এলাকায় ব্যবসায়িক আধিপত্য বিস্তার নিয়ে এ খুন হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, নিহত আজাহারুল ইসলাম শান্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতলা শাহপাড়ার আবুল হোসেন আলীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

শান্ত বগুড়ার গাবতলীর সুখানপুকুর সৈয়দ আহমদ কলেজে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা তাকে শহরের চকফরিদ কলোনি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই হাসিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শান্ত ও তার বন্ধু ইমরান যৌথভাবে ইন্টারনেটের ব্যবসা করতো। বিকালে ইন্টারনেটের কাজের জন্য বাসা থেকে বের হয়। এরপর সে ফোনে জানায়, কিছুক্ষণ পর বাসায় ফিরবে। পরে জানতে পারেন, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।’

তিনি আরও জানান, এলাকার একটি পক্ষের সঙ্গে কোনও বিষয় নিয়ে শান্তর বাগবিতণ্ডা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে তার ভাই হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে তার ধারণা।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, শান্তর বিরুদ্ধে মাদক, ছিনতাই ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে। কয়েকটি মামলার চার্জশিটও হয়েছে। তাদের ধারণা, এলাকায় ব্যবসায়িক আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, রেকর্ড দেখলে তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে। ব্যবসায়িক আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, হত্যা করে গেলেন থানায়
নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ