X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’

জয়পুরহাট প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১৯:৩২আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৯:৩২

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌর বিএনপির সদস্য আব্দুল ওয়াহেদ উপজেলা চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার (২২ এপ্রিল) তিনি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। 

রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াহেদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন উপজেলা চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকছেদ আলী মণ্ডল, পল্লীবিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মো. নুরুন্নবী আরিফ ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে পৌর বিএনপির সদস্য আব্দুল ওয়াহেদ চেয়ারম্যান প্রার্থী হন। এ ছাড়া আব্দুল ওয়াহেদ আক্কেলপুর পুরাতন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতির পদে আছেন।

বিএনপি দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার কথা জানার পর আব্দুল ওয়াহেদ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সে সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচনে শেষ পর্যন্ত থাকার কথা বলে জানিয়েছিলেন। তবে হঠাৎ করে সোমবার বিকালে তার মনোনয়নপত্র প্রত্যাহারের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। কী কারণে তিনি নির্বাচনের মাঠ ছাড়লেন তা নিয়ে লোকজনের মধ্যে কানাঘুষাও শুরু হয়।

আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র প্রত্যাহারের দিকে ইঙ্গিত করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানান ধরনের নেতিবাচক পোস্ট করেন। তবে এসব প্রচারণাকে গুজব ও প্রোপাগান্ডা বলছেন আব্দুল ওয়াহেদ ও তার নিকটজনেরা।

বিএনপি নেতা এম কেরামত আলী বলেন, ‘বিএনপি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। আব্দুল ওয়াহেদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে আমরা দলীয় নেতাকর্মীরা খুশি হয়েছি।’

যোগাযোগ করা হলে আব্দুল ওয়াহেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আমাকে কেউ চাপ দেয়নি। আমাকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই ফোন করেছিলেন। তারই নির্দেশে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’

রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ৮ মে আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারা হলেন মো. মোকছেদ আলী মণ্ডল, মো. নুরুন্নবী আরিফ ও আব্দুল ওয়াহেদ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার আব্দুল ওয়াহেদ তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
সর্বশেষ খবর
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বললো  ইসরায়েল
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বললো  ইসরায়েল
স্ত্রীর অভিযোগে ধরা খেলেন স্বামী, ছয় মাসের কারাদণ্ড
স্ত্রীর অভিযোগে ধরা খেলেন স্বামী, ছয় মাসের কারাদণ্ড
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবকের মৃত্যু
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবকের মৃত্যু
ফিরে দেখা: ৬ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৬ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল