X
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
২৭ মাঘ ১৪৩১

মেয়েকে খুঁজে পেতে কান্না, আত্মীয়ের বাড়িতেই আছেন স্ত্রী-কন্যা

নাটোর প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৪:১১আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৪:১১

নাটোর সদর উপজেলার হালসা এলাকার জাকারিয়া নামে এক যুবক তার স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই নানা মানুষ এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও মেয়ে হারিয়ে গেছে এমন কথা বলে কেঁদে কেঁদে মেয়েকে খুঁজে দেওয়ার আকুতি জানাচ্ছেন। তার এমন অশ্রু বিসর্জনে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই।

জাকারিয়া জানান, তিনি দিনমজুরের কাজ করেন। শুক্রবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে হালসা ব্রিজ এলাকায় খেলতে যায় মেয়ে জাকিয়া সুলতানা। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় মেয়েকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

জানা গেছে, বর্তমানে তার স্ত্রী মাজেদা ও মেয়ে জাকিয়া বাবা জাকারিয়ার ফুফুর বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে জাকারিয়ার ফুফা সোবাহান বলেন, ‘মিথ্যা কথা বলেছে জাকারিয়া। সে নিজেই মেয়েকে তাড়িয়ে দেওয়ার পর এখন ওই মেয়ে ও মেয়ের মা আমার বাড়িতেই আছে।’

রবিবার (১৪ জুলাই) সকালে এ বিষয়ে জানতে চাইলে জাকারিয়া জানান, স্ত্রীর সঙ্গে গত তিন দিন আগে ঝগড়া হয়েছে তার। এখন সে (স্ত্রী) ফুফার বাড়ি (সোবাহান) ওই ইউনিয়নেরই পুরুলিয়া গ্রামে আছে। তবে মেয়েকে এখনও খুঁজে পাননি তিনি।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ফুফাদের সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব আছে। তাই অমন মিথ্যা কথা বলছে। প্রকৃতপক্ষে তিনি এখনও মেয়েকে খুঁজে পাননি।

এ বিষয়ে জানতে চাইলে জাকারিয়ার ফুফু মমতাজ বেগম জানান, জাকারিয়া কোনও কাজ করে না। সারাদিন ঘুরে বেড়ায়। তার স্ত্রী মাজেদা মানুষের জমিতে কাজ করে সংসার চালায়।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ৬ বছর বয়সী মেয়ে জাকিয়া সুলতানাসহ মাজেদা তার বাড়ি পুরুলিয়ায় পৌঁছে। জানতে চাইলে মাজেদা জানায়, জাকির তার জামাকাপড়সহ সবকিছু রেখে মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখনও জাকিয়া ও মাজেদা তার বাড়িতেই আছে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোসলে নেমে নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠলো ভাইবোনের লাশ
ধরুন, শিশুটি আপনার সন্তান
মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী নওগাঁয় উদ্ধার
সর্বশেষ খবর
বইমেলায় তসলিমা নাসরিনের বই নিয়ে উত্তেজনা, তাৎক্ষণিক প্রতিবাদ বাম ছাত্র সংগঠনের
বইমেলায় তসলিমা নাসরিনের বই নিয়ে উত্তেজনা, তাৎক্ষণিক প্রতিবাদ বাম ছাত্র সংগঠনের
সরকার ব্যবস্থা নেওয়ায় আজ-কালের মধ্যে কোনও ঘটনা ঘটেনি: প্রেস সচিব
সরকার ব্যবস্থা নেওয়ায় আজ-কালের মধ্যে কোনও ঘটনা ঘটেনি: প্রেস সচিব
দীর্ঘ সময় পর পর্যটক‌দের জন্য উন্মুক্ত হচ্ছে দেবতাখুম
দীর্ঘ সময় পর পর্যটক‌দের জন্য উন্মুক্ত হচ্ছে দেবতাখুম
সমাজবিরোধীরা কোনও ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা
সমাজবিরোধীরা কোনও ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আল্টিমেটাম, না করলে শাটডাউন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আল্টিমেটাম, না করলে শাটডাউন
‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত
সমীক্ষাতেই ব্যয় ১৩৬ কোটি টাকা‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
চট্টগ্রামে দুই থানার ওসিকে বদলি
চট্টগ্রামে দুই থানার ওসিকে বদলি
৩২ নম্বরে মিলেছে হাড়গোড়, পরীক্ষা হবে ল্যাবে
৩২ নম্বরে মিলেছে হাড়গোড়, পরীক্ষা হবে ল্যাবে