X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ধান ভাগাভাগি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নিহত, আহত ২

বগুড়া প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:০০

বগুড়ার গাবতলীতে জমির ধান ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সজল প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার আত্মীয় সোহেল রানা প্রামাণিক ও রুবেল প্রামাণিক গুরুতর আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজল তেলিহাটা ফকিরপাড়া গ্রামের মিহির উদ্দিন খোকার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।

বাংলা ট্রিবিউনকে ওসি বলেন, ‌‘লাশ উদ্ধার কর মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা ও কাউকে আটক করা সম্ভব হয়নি।’

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরেন্দ্র প্রকল্প থেকে জমিতে সেচ দেওয়া নিয়ে সজলের সঙ্গে একই গ্রামের বুধা মোন্নার ছেলে সিরাজুল মোন্না (৫৩) এবং তার তিন ছেলে জনি মোন্না (৩০), আরিফুল মোন্না (২৫) ও শরিফুল মোন্নার (২২) বিরোধ সৃষ্টি হয়। রবিবার সকালে প্রকল্পের আওতাধীন জমির ধান ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সজল ঘটনাস্থলেই মারা যান। ছুরিকাঘাতে গুরুতর আহত হন তার আত্মীয় একই গ্রামের নুরু প্রামাণিকের ছেলে সোহেল রানা প্রামাণিক (৩৫) ও রুবেল প্রামাণিক (৪৮)। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি আশিক ইকবাল বলেন, ‘জমির ধান ভাগাভাগি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত তার আত্মীয় দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
সর্বশেষ খবর
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে