X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

এক কুকুরের কামড়ে আহত ১০

রাজশাহী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী, আলীপুর ও সাগরপাড়া এলাকায় কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয়রা জানান, রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত ওই কুকুরটি মানুষকে কামড় দিতে শুরু করে। এতে মানুষের মাছে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার সন্ধ্যায় লোকজন সাগরপাড়া মহল্লায় কুকুরটিকে দেখতে পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। এরপর আতঙ্ক কমেছে।

গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া কয়েকজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গিয়েছেন।

গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিশালবাড়ীর বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, সোমবার বিকালের দিকে আমার ছেলে বাড়ির পাশে খেলছিল। তখন একটি পাগলা কুকুর শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। গুরুতর অবস্থায় আমার ছেলেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করি।

গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার হোসেন আলী বলেন, গত রবিবার সকালে বাড়ির পেছনে আমার ৪ বছরের ছেলে খেলছিল। সেখানে পাগলা কুকুর আমার ছেলেকে কামড় দেয়। তাকে দ্রুত গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার ভ্যাকসিন ফার্মেসি থেকে কেনার জন্য লিখে দেন। তারপর রাজশাহী থেকে এক হাজার টাকায় একটি ভ্যাকসিন নিয়ে আসি।

গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. হাসানুল জাহিদ বলেন, কুকুরের কামড়ের শিকার কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল। জলাতঙ্ক রোগ প্রতিরোধে ভ্যাকসিনসহ তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের যুগান্তকারী আবিষ্কার
দুর্গম স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার হোসেন
সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার হোসেন
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’