X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ঋণ দেওয়ার নামে ১৬০ জনের ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১১:১৩আপডেট : ২৩ মে ২০২৫, ১১:১৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে গরু মোটাতাজা করার ঋণ দেওয়ার নামে ১৪ লাখ টাকা সঞ্চয় নিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার হাঁটুয়া, আলাইপুর ও গুন্দইল গ্রামের ভুক্তভোগী ১৬০ জন এ বিষয়ে প্রতিকার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু বলেন, অভিযোগ পেয়েছি; তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, নন্দীগ্রাম উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে গরু মোটাতাজা করার জন্য জনপ্রতি এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রউফ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল ও কুন্দারহাটের রাজু আহমেদ নামে এক ব্যক্তি ১৬০ জনের কাছে সঞ্চয় বাবদ ছয় থেকে নয় হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা তোলেন।

সঞ্চয়ের টাকা জমা দেওয়ার পর ৯ মাস অতিবাহিত হলেও তাদের ঋণ দেওয়া হয়নি। তাদের বার বার তারিখ দেওয়া হয়েছে। অবশেষে ভুক্তভোগীরা তাদের সঞ্চয়ের টাকাগুলো ফেরত চান। টাকা ফেরত না দেওয়ায় তারা গত ২০ মে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরদিন তারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার অফিসের সামনে অবস্থান নেন। পরে থানা পুলিশ তাদের টাকা ফেরত পাওয়ার আশ্বাস দিয়ে বিদায় করে।

নন্দীগ্রাম উপজেলার গুন্দইল গ্রামের সদস্য জুঁথি রানী বলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুন্দারহাটের রাজুর কাছে সঞ্চয়ের টাকা জমা দিতে বলেছিলেন। তাই তারা বিশ্বাস করে ১৪ লাখ টাকা তুলে রাজুকে দিয়েছেন। এখন তারা ঋণ ও সঞ্চয়ের টাকা কোনোটাই পাচ্ছেন না। তিনি অবিলম্বে তাদের কষ্টার্জিত টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রউফ দাবি করেন, গরু মোটাতাজা করার ঋণ দেওয়ার নামে কারও কাছে কোনও টাকা নেননি। রাজু নামে এক ব্যক্তি তার অফিসের নাম ভেঙে ওইসব ব্যক্তির কাছে টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রাজুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের প্রাইভেটকার থামিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, যুবক গ্রেফতার
বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে হামলায় একজন নিহত
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
সর্বশেষ খবর
রোহিঙ্গা শিবিরে ‘হেপাটাইটিস সি’ চিকিৎসা সম্প্রসারণে নতুন উদ্যোগ
রোহিঙ্গা শিবিরে ‘হেপাটাইটিস সি’ চিকিৎসা সম্প্রসারণে নতুন উদ্যোগ
ঈদে আসছে সাত পর্বের ‘গণক’
ঈদে আসছে সাত পর্বের ‘গণক’
পাকিস্তান-বাংলাদেশ সিরিজে নিরাপত্তা দেবে সেনাবাহিনী
পাকিস্তান-বাংলাদেশ সিরিজে নিরাপত্তা দেবে সেনাবাহিনী
পল্লবীতে অটোচালককে হাতুড়ি দিয়ে হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার
পল্লবীতে অটোচালককে হাতুড়ি দিয়ে হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে