X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রথম হওয়া সেই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম স্থগিত

রংপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী মিশকাতুল জান্নাতের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আরিফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ইমরানা বারীর ছোট বোন মিশকাতুল জান্নাত একটি ইউনিটে প্রথম হলেও অন্য দুই ইউনিটে ফেল করেন। গত ৬ ডিসেম্বর ‘এক ইউনিটে প্রথম, অন্য দুই ইউনিটে ফেল’ শিরোনামে বাংলা ট্রিবিউনে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়।
এদিকে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা পুরো ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত এবং তদন্ত সাপেক্ষে বাতিলের দাবি জানিয়েছেন। এই দাবিতে রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. তুহিন ওয়াদুদ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, মিশকাতুল জান্নাত ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) মানবিক বিভাগ থেকে রেকর্ড মার্কস পেয়ে প্রথম হন। কিন্তু ‘এ’ ইউনিট এবং ‘এফ’ ইউনিটে ফেল করেন। এমনকি ‘বি’ ইউনিটে তিনি যে পরিমাণ মার্কস পেয়েছেন অন্যকোনও ইউনিটের কোনও শিফটে কেউ সে পরিমাণ মার্কস তুলতে পারেননি। মিশকাতুল জান্নাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘনিষ্ঠ এবং শিক্ষকের বোন হওয়ায় বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
এ ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদকসহ ৫০ জন শিক্ষক রেজিস্ট্রার বরাবর ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম বন্ধ রাখাসহ পুরো বিষয়টি তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে বিচার দাবি করে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বলে জনসংযোগ বিভাগ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত ১৯ শে নভেম্বর সব ইউনিটের ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। এতে ‘বি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে মিশকাতুল জান্নাত এমসিকিউয়ে ৮০ এর মধ্যে ৬৭.২৫ পান; যা অন্য কোনও ইউনিটে আর কেউ পাননি। তার ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার রোল নম্বর ২৪০২৭৮। অথচ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় শিফটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে (রোল নম্বর ১৪১৭৫২) ফেল করেন মিশকাতুল। একইভাবে ‘এফ’ ইউনিটেও চতুর্থ শিফটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে (রোল নম্বর ৬৪১৭৫১) ফেল করেন এই শিক্ষার্থী।
মিশকাতুল বগুড়ার ধুনট উপজেলার গোসাইাবাড়ী ইউনিয়নের এনামুল বারীর মেয়ে। তিনি এবার দ্বিতীয় মেয়াদে ভর্তি পরীক্ষায় অংশ নেন বলে জানা গেছে।

আরও পড়ুন...
এক ইউনিটে প্রথম, অন্য দুই ইউনিটে ফেল

 

/আইএ/
সম্পর্কিত
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
নিকলীতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অনুমোদনহীন কামাল ব্রিকস, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ঋতুপর্নার জোড়ায় মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ, মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ
ঋতুপর্নার জোড়ায় মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ, মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ
সিলেটের ডিসির প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান সাবেক মেয়র আরিফুলের
সিলেটের ডিসির প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান সাবেক মেয়র আরিফুলের
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি