X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

হাকিমপুর পৌর নির্বাচনে আ.লীগের প্রার্থী নির্ধারণে ভোট

হিলি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ২৩:১৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২৩:১৮

হাকিমপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা আসন্ন হাকিমপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী নির্ধারণ করে তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর লক্ষ্যে হাকিমপুর পৌর আওয়ামী লীগে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে সবচেয়ে বেশি ৪৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় হিলি বাজারস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচন করে তালিকা তৈরি করা হয়।

এর আগে সকালে হাকিমপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক দলীয় নেতাকর্মীদের বিকালের মধ্যে  ভোটার আইডি কার্ড ও ছবিসহ আবেদনপত্র জমা দেওয়ার জন্য মাইকিং করা হয়। তাতে বর্তমান মেয়রসহ ৪ জন মেয়রপ্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা দেন।

পরে সংঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রার্থী নির্বাচিত করতে ব্যালটের মাধ্যমে ভোটের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সংঠনের ৬৮ জনের মধ্যে ৫৮ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে ৪৭ ভোট পেয়ে প্রথম হন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, পাঁচ ভোট পেয়ে বুদলা লাড়কা দ্বিতীয়, তিন ভোট পেয়ে আমিরুল ইসলাম লিটন তৃতীয়, দুই ভোট পেয়ে কামাল হোসেন রাজ চতুর্থ প্রার্থী হিসেবে নির্বাচিত হন। একটি ভোট বাতিল হয়। এই ফলাফল জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হবে। এরপর তা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হবে। 

হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ আলম প্রধানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, আব্দুল লতিফ মাস্টার, আশরাফ আলী প্রধানসহ অনেকে।  

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি