X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হাকিমপুর পৌর নির্বাচনে আ.লীগের প্রার্থী নির্ধারণে ভোট

হিলি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ২৩:১৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২৩:১৮

হাকিমপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা আসন্ন হাকিমপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী নির্ধারণ করে তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর লক্ষ্যে হাকিমপুর পৌর আওয়ামী লীগে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে সবচেয়ে বেশি ৪৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় হিলি বাজারস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচন করে তালিকা তৈরি করা হয়।

এর আগে সকালে হাকিমপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক দলীয় নেতাকর্মীদের বিকালের মধ্যে  ভোটার আইডি কার্ড ও ছবিসহ আবেদনপত্র জমা দেওয়ার জন্য মাইকিং করা হয়। তাতে বর্তমান মেয়রসহ ৪ জন মেয়রপ্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা দেন।

পরে সংঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রার্থী নির্বাচিত করতে ব্যালটের মাধ্যমে ভোটের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সংঠনের ৬৮ জনের মধ্যে ৫৮ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে ৪৭ ভোট পেয়ে প্রথম হন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, পাঁচ ভোট পেয়ে বুদলা লাড়কা দ্বিতীয়, তিন ভোট পেয়ে আমিরুল ইসলাম লিটন তৃতীয়, দুই ভোট পেয়ে কামাল হোসেন রাজ চতুর্থ প্রার্থী হিসেবে নির্বাচিত হন। একটি ভোট বাতিল হয়। এই ফলাফল জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হবে। এরপর তা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হবে। 

হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ আলম প্রধানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, আব্দুল লতিফ মাস্টার, আশরাফ আলী প্রধানসহ অনেকে।  

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ