X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

গাইবান্ধা প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১৫:২৪আপডেট : ১২ জুলাই ২০২১, ১৫:২৪

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় দাদন ব্যবসায়ী কাঞ্চনকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) দুপুরে সদর থানায় মামলাটি করেন রকির বড় ভাই আতিকুর রহমান সরকার। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রধান আসামি কাঞ্চনসহ তার সহযোগীরা।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে মামলার আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আসামিরা। তাদের গ্রেফতারে অভিযান চলছে। পূর্ব বিরোধের জের ধরে আসামিরা রকিকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তবে পুরো ঘটনা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, রকি হত্যার ঘটনায় ক্ষুব্ধ স্বজন, দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী। তারা বলছেন, পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ছাত্রনেতা রকি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া রকি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শোকসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে দিয়ে আশিকুর রহমান রকিসহ তিন জন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ছুরিকাঘাতে রকিসহ তিন জন আহত হন। তাদের হাসপাতালে নিলে চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে রকির মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে লাশ দাফন করা হবে।

/এএম/
সম্পর্কিত
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
সর্বশেষ খবর
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই