X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এক খামারের কারণে ডুবেছে ৬০০ বিঘা জমির ধান

পঞ্চগড় প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামে কালভার্টের মুখ বন্ধ করে খামার করায় ৬০০ বিঘা ফসলি জমি ডুবে গেছে। স্থানীয়ভাবে এর কোনও সমাধান না হওয়ায় রবিবার (৫ সেপ্টেম্বর) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন বরাবর অভিযোগপত্র দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

অভিযোগপত্রে বলা হয়েছে, কালদাসপাড়া গ্রামের সড়কে সরকারিভাবে কালভার্ট নির্মাণ করা হয়। এই কালভার্ট দিয়ে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন হয়ে আসছে। হঠাৎ করে স্থানীয় আবু বক্করের ছেলে আমির হামজা কালভার্টের মুখ বন্ধ করে মুরগির খামার স্থাপন করে। এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার দুই শতাধিক পরিবারের ৬০০ বিঘা জমির আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাদেরকে গালাগালি করেন আমির হামজা।

এলাকার নুর মোহাম্মদ নামের এক কৃষক বলেন, আমির হামজা কালভার্টের মুখ বন্ধ করে খামার স্থাপন করায় অনেক কৃষকের আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এভাবে ডুবে থাকলে ধান পচে যাবে।

কালভার্টের মুখ বন্ধ করে খামার করায় ক্ষতির মুখে দুই শতাধিক পরিবার

মকবুল হোসেন নামে আরেক কৃষক বলেন, কালভার্টটির প্রধান মুখ বন্ধ করে দেওয়ায় আমন ক্ষেতসহ সব ফসল পানিতে তলিয়ে গেছে। সমস্যা সমাধানের জন্য আমার দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ঘুরেও কোনও সুরাহা হয়নি। আমন ধানই আমাদের একমাত্র ভরসা। ধান নষ্ট হলে অনেক বিপদে পড়বো।

এ বিষয়ে আমির হামজা বলেন, ‘আমার জমিতে খামার স্থাপন করেছি, অন্য কারও জমিতে করিনি।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেয়ে খামার ও ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেছি। স্থানীয় চেয়ারম্যানকে সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুই পক্ষকে নিয়ে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
সর্বশেষ খবর
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত