X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিএনপি দেশের মানুষের সুখ পছন্দ করে না: তথ্যমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি 
২০ মার্চ ২০২২, ১৯:২৩আপডেট : ২০ মার্চ ২০২২, ১৯:৩২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের মানুষের সুখ-শান্তি বিএনপি নেতারা পছন্দ করেন না। তাই বিভিন্ন অনুষ্ঠানে তারা বলেন, দেশের মানুষ ভালো নেই। অথচ শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বদরবারে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে জাতিসংঘের শান্তি সূচকে নাম এসেছে। দেশের মানুষ ভালো থাকুক এটা বিএনপি চায় না।’

রবিবার (২০ মার্চ) বিকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। দীর্ঘ পথচলায় অনেক নেতা বিভ্রান্ত হয়েছিলেন, বেসুরে কথা বলেছেন। কিন্তু তৃণমূল নেতাকর্মীরা সব প্রতিকূলতার মধ্যেও নেত্রীর পেছনে ঐক্যবদ্ধ ছিলেন বলে শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশ পরিচালনা করছেন। এই কৃতিত্ব তৃণমূল নেতাকর্মীদের। এ জন্য আমি তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ 

তিনি বলেন, ‘বিএনপি প্রতিদিন অপপ্রচার চালাচ্ছে, প্রেস ক্লাবের সামনে, পল্টনে, দেশের বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করে মানুষকে অসুখী করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টার মধ্যে সাত ধাপ এগিয়ে যাওয়া শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘আশা করি বিএনপি মানুষকে ক্রমাগত অসুখী করার যে অপচেষ্টা চালাচ্ছে এই রিপোর্টের পর তারা তা থেকে নিবৃত হবে। আশা করবো, তারা সরকারকেও অভিনন্দন জানাবে। বিএনপি মাঠে ময়দানে নেই, শুধু টেলিভিশনে আছে।’

তিনি আরও বলেন, ‘যদি বিএনপি ও তাদের মিত্ররা ক্রমাগত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না থাকতো, অপপ্রচার না চালাতো এবং দেশের মানুষকে নানাভাবে অসুখী করার অপচেষ্টায় নিয়োজিত না থাকতো, তাহলে মানুষের সুখ সমৃদ্ধি আরও বাড়তো। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে আমরা আরও এগোতে পারতাম। কারণ, এই সূচকের অন্যতম বিষয় হচ্ছে মানুষ নিজেকে সুখী মনে করছে কিনা।’ 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
আমরা চাই শক্তিশালী রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধে ভূমিকা রাখুক: পররাষ্ট্রমন্ত্রী
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি অনেক বেশি ভয়ঙ্কর: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন