X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

পঞ্চগড় প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১৮:১২আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৮:১৪

পঞ্চগড়ে রমজানের শুরু থেকেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। কমবেশি সব পণ্যের দাম বেড়েছে। দুই-একটি পণ্যের দাম স্বাভাবিক থাকলেও ছোলা, চিনি, আটা, ময়দা, মাছ, মাংস বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, জেলার বাজারে প্রকারভেদে চাল ৪৫ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোলা প্রতি কেজি ৭০-৭৫ টাকা, মসুর ডাল ১১০ থেকে ১৪০ টাকা, চিনি প্রতি কেজি ৮০-৯০ টাকা, আটা ৩০-৪০ টাকা, ময়দা ৩৫ টাকা থেকে ৫৫ টাকা, বুটের ডাল ৮৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। সয়াবিন তেল পাঁচ লিটারের বোতল ৭৫০ টাকা, দুই লিটারের বোতল ৩১০ টাকা থেকে ৩৬০ টাকা ও এক লিটারের বোতল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংস ব্যবসায়ী রবিউল ইসলাম রবি জানান, সব মাংসের দামই বেড়েছে। গরুর মাংসের কেজি ৬৪০ টাকা থেকে ৬৮০ টাকা এবং খাসির মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি হালি ডিম ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে নিম্নবিত্তরা

মুরগি ব্যবসায়ী মোজাহার হোসেন জানান, প্রতি কেজি দেশি মুরগি ৪৭০ টাকা, পাকিস্তানি মুরগি ২৯০ টাকা, ব্রয়লার প্রতি কেজি ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

জেলা শহরের মাছ ব্যবসায়ী ফজলুল করিম জানান, রুই মাছ ২৫০ টাকা থেকে ৪৫০ টাকা, কাতলা ২২০ টাকা থেকে ৩০০ টাকা, ব্রিগ্রেড ২১০ টাকা থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সবজি ব্যবসায়ী আসিরুল ইসলাম জানান, বেগুন প্রতি কেজি ৩০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৪৫ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, সজনে ডাটা ৮০ টাকা, বরবটি ৪০ টাকা, করলা ৬০ টাকা, টমেটো ২৪ টাকা, গাজর ২০ টাকা, আলু ১২ টাকা। এছাড়া কাঁচামরিচ ৬০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, রসুন ৪০ টাকা, পুঁইশাক ১০ টাকা, লাউশাক ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমানে লেবুর হালি ৩০ থেকে ৪০ টাকা।

জেলা শহরের মসলা ব্যবসায়ী জাহিদ স্টোরের সরফরাজ হোসেন রাজু জানান, মসলার মধ্যে জিরার দাম একটু বেশি। এছাড়া সব মসলার দাম কেজিপ্রতি ১০ টাকা থেকে ৫০ টাকা বেড়েছে।

বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেই বলে অভিযোগ ভোক্তাদের

পঞ্চগড় বাজারের ক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘নিত্যপণ্যের সবকিছুরই দাম বেড়েছে। কারও কোনও কথাতেই কর্ণপাত করছেন না ব্যবসায়ীরা।’

আনজু আরা বেগম নামে এক ক্রেতা বলেন, ‘সব পণ্যের দাম বেড়েছে। বাজার দর নিয়ন্ত্রণে কারও কোনও পদক্ষেপ দেখছি না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, বাজার দর নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান কাজ করছে। জেলার পাঁচ উপজেলায় প্রায় প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করা হচ্ছে। ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হচ্ছে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
চাল-সবজির বাজার ঊর্ধ্বমুখী
অ্যান্ড্রয়েড অ্যাপে জানা যাবে বাজারদর
সর্বশেষ খবর
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলীতে রাজি ইসরায়েল: ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলীতে রাজি ইসরায়েল: ট্রাম্প
ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মশা নিধন অভিযান শুরু ডিএনসিসির
ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মশা নিধন অভিযান শুরু ডিএনসিসির
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি