X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

বৈশাখের খরতাপে ‘শীতের কুয়াশা’

দিনাজপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ২৩:১৪আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২৩:১৬

ধান ও ঘাসের ডগায় শিশির এবং কুয়াশা সাধারণত শীতকালেই দেখা যায়। তবে এর ব্যতিক্রম দেখা দিয়েছে দিনাজপুরে। হঠাৎ বৈশাখের এই খরতাপের মধ্যে ‘শীতের শিশিরের’ দেখা মিলছে জেলায়। এমন দৃশ্য এর আগে কখনোই দেখেননি বলে জানিয়েছেন বয়োজ্যেষ্ঠরা।

শনিবার (২৩ এপ্রিল) রাত থেকেই দিনাজপুর সদরের বিভিন্ন এলাকায় এমন দৃশ্যের দেখা মিলেছে। রবিবার ভোরে দৃশ্যটা ছিল পুরোপুরিই শীতকালের। যদিও শীতকালে যে ধরনের তাপমাত্রা থাকে সেটি ছিল না।

গত কয়েকদিন আগেই এই এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। দিনে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। থার্মোমিটারের পারদে তাপমাত্রাও থাকছে ৩৫-এর ওপরে। তবে রাত নামার সঙ্গে সঙ্গেই শীতের মতো কুয়াশা। তবে এটি বেশ কয়েকদিন ধরেই চলছে।

শীতের সকালের মতো বৈশাখের সকাল

দিনাজপুর সদর উপজেলার রাজবাটী এলাকার লক্ষণ সরকার বলেন, ‘সকালে আমি বাড়ি থেকে অফিসে আসি ৭টার দিকে। এ জন্য আমাকে ভোরে উঠতে হয়। ভোরে উঠে দেখি প্রচণ্ড কুয়াশা। আমি এর আগে কখনও বৈশাখে এমন কুয়াশা দেখিনি।’

সদরের শেখপুরা ইউনিয়নের বোলতৈড় এলাকার সেলিম রেজা বলেন, ‘রমজানের জন্য ভোরে সেহেরি খেতে উঠে দেখি প্রচণ্ড কুয়াশা। নামাজ পড়তে যাওয়ার সময় ঘাসে শিশির বিন্দু, ধানবাড়িতেও শিশির। আসলে এমনটি আগে কখনও হয়নি। মনে হচ্ছিল, এটি বোরো মৌসুম না, আমন মৌসুম। সাধারণত আমন মৌসুমে এমন দেখা যায়।’

বৈশাখের খরতাপে ‘শীতের কুয়াশা’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা তোফাজ্জুল হোসেন জানান, সাধারণত বৃষ্টির পরে কুয়াশা দেখা যায়। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে, তাই এমনটি হচ্ছে। বৃষ্টির পর রোদ হওয়ায় জলীয় বাষ্পের জন্য কুয়াশা দেখা যাচ্ছে। এটি স্বাভাবিক।

/এফআর/
সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহ: পথচারীদের জন্য মসজিদ-ওজুখানা খোলা রাখার নির্দেশনা
কুষ্টিয়ায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা, প্রচণ্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, গরমে হাঁসফাঁস অবস্থা
সর্বশেষ খবর
কোরবানির চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প নগরী
কোরবানির চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প নগরী
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
তুরস্কে ইউক্রেন আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প
তুরস্কে ইউক্রেন আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প
বিষখালী নদী ভাঙনে বিলীনের অপেক্ষায় দুই বিদ্যালয়
বিষখালী নদী ভাঙনে বিলীনের অপেক্ষায় দুই বিদ্যালয়
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ