X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

একসঙ্গে ২ প্রেমিকাকে বিয়ে, সেই রোহিনীকে ডিভোর্স দিলেন এক স্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
১৪ মে ২০২২, ২১:১৪আপডেট : ১৫ মে ২০২২, ১৬:১৫

দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেছিলেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার গ্রামের যামিনী চন্দ্র রায়ের ছেলে রোহিনী চন্দ্র রায়। গত ২০ এপ্রিল একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তোলেন তিনি। তবে দুই বউ ও এক স্বামীর সংসার টিকলো মাত্র ২২ দিন। বৃহস্পতিবার (১২ মে) রোহিনীর এক স্ত্রী মমতা রানীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

সরেজমিন জানা গেছে, কিছু অর্থের বিনিময়ে এই বিচ্ছেদ হয়েছে। এ ছাড়া রোহিনীর পরিবারে অসন্তোষ, দুই বিয়ে নিয়ে এলাকায় জনশ্রুতিসহ নানা কারণে এই বিয়ে টেকেনি বলে স্থানীয়রা জানান। এসব কারণে একসঙ্গে দুজনকে বিয়ে করেও সংসার করতে ব্যর্থ হয়েছেন তারা।

তবে মমতা রানীর ভাই পলাশ চন্দ্র রায় বলেন, ‘বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। সমাজে এমনিতেই আমাদের অনেক কথা শুনতে হয়েছে। বোনের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পরিবারের পক্ষে এ নিয়ে কোনও অভিযোগ নেই।’

রোহিনী চন্দ্র রায়ের বাবা যামিনী চন্দ্র রায় বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনও চাপ ছিল না। তবে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে মমতা রানী স্বেচ্ছায় আমার ছেলেকে তালাক দিয়েছে।’ সমঝোতা কী ছিল- এ বিষয়ে প্রশ্ন করলেও নির্বাক থাকেন তিনি।

একসঙ্গে ২ প্রেমিকাকে বিয়ে, সেই রোহিনীকে ডিভোর্স দিলেন এক স্ত্রী

বলরামপুর ইউনিয়নের বাসিন্দা আবু তৌহিদ জানান, ‘তাদের বিয়ের ভাইরাল হওয়া ছবিগুলো এখন কেবল স্মৃতি। সংসার, সমাজ ও পারিববারিক চাপের কারণে এ বিয়ের বিচ্ছেদ হতে পারে।’

বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বিচ্ছেদের বিষয়টি আমি শুনেছি। উভয় পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। মেয়েটি স্বেচ্ছায় ছেলেটিকে তালাক দিয়েছে। তবে অফিসিয়ালি কেউ চিঠিপত্র দেয়নি।’

জেলার বোদা উপজেলার হিন্দু বিয়ের রেজিস্ট্রার পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘হিন্দু ধর্ম মতে কোনও পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে পারে না। তবে স্ত্রী স্বেচ্ছায় যেকোনও কারণে স্বামীকে তালাক দিতে পারেন। এটি আইনসিদ্ধ।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ফ্রান্সে বিয়ের আসরে কনেকে গুলি করে হত্যা
ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন নোবেল
নবদম্পতির বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর
সর্বশেষ খবর
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু