X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ জুন ২০২২, ২৩:০৭আপডেট : ১১ জুন ২০২২, ২৩:০৭

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারীতে বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন উপ‌জেলার পূর্বাঞ্চ‌লের ‌তিন ইউ‌নিয়‌নের অন্তত ৩২ গ্রা‌মের বা‌সিন্দারা। ঢ‌লের পা‌নি প্রবেশ করায় ওই অঞ্চ‌লের ২১‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে। প্লা‌বিত হ‌য়ে‌ছে শতা‌ধিক হেক্টর জমির ফসল।

স্থানীয় বা‌সিন্দা, জনপ্রতি‌নি‌ধি ও উপ‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, ভা‌রী বর্ষণ ও ভার‌তের আসাম রাজ্য থে‌কে নে‌মে আসা পাহা‌ড়ি ঢ‌লে উপজেলার তিন ইউনিয়নের ৩২ গ্রামের ২০ হাজারের বে‌শি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

জি‌ঞ্জিরাম, ধরণী ও কা‌লোর নদী প্লা‌বিত হ‌য়ে যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর, কাশিয়াবাড়ি, চর লালকুড়া, বিক্রিবিল, চর লাঠিয়ালডাঙ্গা, বালিয়ামারী, শ্রীফলগাতি, খেওয়ারচর, আলগারচর, পাহাড়তলী, যাদুরচর পূর্বপাড়া, তিনঘড়িপাড়া, বকবান্দা এবং রৌমারী সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম, ঝাউবাড়ি, দুবলাবাড়ি, রতনপুর, কলাবাড়ি, বড়াইবাড়ি, চুলিয়ারচর, উত্তর বারবান্দা, ইজলামারী, ফুলবাড়ি, ভুন্দুরচর, নয়ারচর, গোয়ালগ্রাম, চান্দারচর, খাটিয়ামারী, মাদারটিলা, পূর্বইজলামারী, কড়াইকান্দি ও ঠনঠনিপাড়া গ্রা‌মের বা‌সিন্দারা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।

পানিবন্দি হয়ে পড়েছেন উপ‌জেলার পূর্বাঞ্চ‌লের ‌তিন ইউ‌নিয়‌নের অন্তত ৩২ গ্রা‌মের বা‌সিন্দারা

যাদুরচর ইউ‌নিয়‌নের পুরাতন যাদুরচর ও চর লালকুড়া, খেওয়ারচর ও পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপ‌জেলার সদর ও শৌলমারী ইউ‌নিয়‌নের ২১টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের মা‌ঠ, বারান্দা ও শ্রেণিক‌ক্ষে পা‌নি ঢুকেছে। এলাকাগু‌লো পা‌নিব‌ন্দি হওয়ায় শিক্ষার্থী‌দের ঝুঁ‌কি নি‌য়ে বিদ্যালয়ে আসতে নিষেধ ক‌রে‌ছে কর্তৃপক্ষ।

যাদুরচর ইউ‌নিয়‌নের বকবান্দা সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক হুমায়ুন ক‌বির বলেন, ‘শ‌নিবার ভোর থে‌কে আমার বিদ্যালয় পা‌নিব‌ন্দি। ফ‌লে স্কু‌লে কোনও শিক্ষার্থী আস‌তে পা‌রে‌নি।’

যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে ও বাড়ির চারপাশে পানি। রাস্তাঘাট ডু‌বে যাওয়ায় তারা স্কুলে যেতে পারছে না।

পুরাতন যাদুরচর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দে‌লোয়ারা বেগম ব‌লেন, ‘স্কু‌লের চারপা‌শে পা‌নি। রাস্তাঘাট সব‌কিছু পা‌নির নি‌চে। এ অবস্থায় ‌শিক্ষার্থী‌দের স্কু‌লে আস‌তে নিষেধ করা হ‌য়ে‌ছে। ঢ‌লের পা‌নি‌তে স্কু‌লের বাউন্ডারি ওয়া‌ল কিছুটা হে‌লে প‌ড়েছে। মা‌ঠের মা‌টিও ধসে যা‌চ্ছে।’

পুরাতন যাদুরচর এলাকার কৃষক হাজী আব্দুস সামাদ বলেন, ‘হঠাৎ পাহাড়ি ঢল নামায় এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। চারপা‌শে শুধু পা‌নি। জরুরি প্রয়োজ‌নে নৌকা নিয়ে বাড়ির বাইরে যাচ্ছি।’

২১‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী জা‌নি‌য়ে‌ছেন, ঢ‌লের পা‌নি‌তে তার ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ পা‌নিব‌ন্দি। খবর পে‌য়ে শ‌নিবার রৌমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্লা‌বিত এলাকাগুলো ঘুরে দে‌খে‌ছেন। দুর্গত‌দের সহায়তায় তা‌কে অনু‌রোধ জানা‌নো হ‌য়ে‌ছে।

রৌমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘উপজেলার পূর্বাঞ্চ‌লের ২১টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। ওই এলাকার শিক্ষার্থীদের ঝুঁ‌কি নি‌য়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হ‌য়ে‌ছে।’

রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশারাফুল আলম রাসেল বলেন, ‘ঢ‌লে ক‌য়েক‌টি এলাকা পা‌নিব‌ন্দি হয়েছে। খবর পে‌য়ে কিছু এলাকা ঘু‌রে দে‌খে‌ছি। যাদুরচর ইউ‌নিয়‌নের খেওয়ারচর রাবার ড্যাম এলাকার এক‌টি সড়ক ঢ‌লের পা‌নি‌তে বি‌চ্ছিন্ন হ‌য়ে গে‌ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তা‌লিকা ক‌রে প্রয়োজনীয় সহায়তা করা হ‌বে।’

/এএম/
সম্পর্কিত
কাজাখস্তানে ভয়াবহ বন্যা, প্রায় এক লাখ মানুষ স্থানান্তর
রেকর্ড উচ্চতায় উরাল নদীর পানি, রাশিয়ায় ১০,৪০০ বাড়ি প্লাবিত
রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, আশ্রয়ের খোঁজে মানুষ
সর্বশেষ খবর
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’