X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

তাবলিগে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, শিক্ষক বললেন ‘জিনের আছর’

লালমনিরহাট প্রতিনিধি 
১৪ জুলাই ২০২২, ১৫:৩১আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৫:৩১

তাবলিগ জামাতে গিয়ে রাব্বিতুল ইসলাম (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। তাকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন বাবা-মা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী সড়কের হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন করা হয়।

নিখোঁজ রাব্বিতুল ইসলাম হাতীবান্ধার সিংগীমারী ইউনিয়নের সিংগীমারী এলাকার রশিদুল ইসলামের ছেলে। সে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিংগীমারী এলাকার আলিমের ডাঙা হাফিজিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মানববন্ধনে বাবা রশিদুল ইসলাম বলেন, ‘গত ৬ জুলাই গ্রামের কয়েকজন সহপাঠীর সঙ্গে তাবলিগ জামাতে যায় রাব্বিতুল। এরপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাবলিগ জামাতের মুরব্বি বলেছেন, নদীতে ডুবে নিখোঁজ হয়েছে রাব্বিতুল। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাইনি আমরা। আমি তাকে জীবিত ফেরত চাই।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাব্বিতুল ইসলামের মা আয়শা বেগম, প্রতিবেশী শাহীনা বেগম, চাচা সহিদ আলীসহ স্থানীয় লোকজন। ২৪ ঘণ্টার মধ্যে রাব্বিতুলকে জীবিত ফেরত দেওয়ার দাবি জানান তারা।

তাবলিগ জামাতের নেতৃত্বদানকারী শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, ‘রাব্বিতুল ইসলামের শরীরে আগে থেকেই জিনের আছর ছিল। ৭ জুলাই সকাল ৯টার দিকে তাবলিগের আলোচনা শেষে গোসলের বিরতি দেওয়া হয়। রাব্বিতুলসহ কয়েকজন তিস্তা নদীতে গোসল করতে যায়। এরপর নদীতে ডুবে নিখোঁজ হয়। তার লাশ এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে লাশ ভেসে উঠার কথা জানিয়েছেন কবিরাজ। যদি এ সময়ের মধ্যে লাশ ভেসে না ওঠে তাহলে কবিরাজ শুক্রবার ঘটনাস্থলে আসবেন। আমরা লাশ উদ্ধারের চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘১৩ শিক্ষার্থী, স্থানীয় চার মুরব্বি ও আমিসহ ১৮ জন তিন দিনের জন্য তাবলিগ জামাতে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের দুর্গমচর সোহাগের বাজার এলাকার একটি মসজিদে যাই। ঈদের কারণে আমরা একদিন কমিয়ে দ্বিতীয় দিনে ফিরে আসি। কিন্তু দুঃখজনক হলো, রাব্বিতুল নিখোঁজ হয়ে যায়। তাকে ছাড়াই আমরা গ্রামে ফিরে এসেছি।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‌‘নিখোঁজ মাদ্রাসাছাত্রের পরিবারের অভিযোগ পেয়েছি। ছেলেটি তাবলিগে গিয়ে নিখোঁজ হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা। তদন্ত শুরু করেছি। তার অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি
বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব