X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয়’

নীলফামারী প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৯:৩০আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৯:৩০

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বিএনপি-জামায়ত জোট সরকারের আমলে নীলফামারীতে উন্নয়নের ছিটেফোঁটা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয়। তার নেতৃত্বে আজ নীলফামারীতে উত্তরা ইপিজেড হয়েছে, গ্রামগঞ্জের রাস্তাঘাট পাকা হচ্ছে, মেডিক্যাল কলেজ হয়েছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে, নার্সিং ইনস্টিটিউট হয়েছে। সেখানে প্রায় ৩২ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে।’

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে নীলফামারী সদরে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি। সদর উপজেলার টুপামারী থেকে পলাশবাড়ী পর্যন্ত সড়কটি নির্মাণ হচ্ছে।

আসাদুজ্জামান নূর বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের আমলে আমি বিরোধী দলের এমপি ছিলাম বলে একটি পয়সাও বরাদ্দ পাইনি। আওয়ামী লীগের এমপি হওয়াটাই ছিল আমার দোষ। এখন বরাদ্দ পাচ্ছি, জেলায় উন্নয়ন হচ্ছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে এক কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৯৯ টাকা চুক্তিতে সড়ক নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাইমুনা এন্টারপ্রাইজ।

নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর বলেন, ‘সদর উপজেলার টুপামারী থেকে পলাশবাড়ী পর্যন্ত এক হাজার ৩০০ মিটার সড়কের কাজ শুরু হয়েছে। আগামী মাসের শেষ দিকে কাজটি শেষ হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা প্রকৌশলী বিরল রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এএম/
সম্পর্কিত
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বশেষ খবর
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!