X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বেশি দামের দাবিতে কু‌ড়িগ্রামে এলপিজি বি‌ক্রি বন্ধ

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১১ সেপ্টেম্বর ২০২২, ২১:০৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ২১:০৩

কু‌ড়িগ্রা‌মে পাইকারি ও খুচরা পর্যা‌য়ে এলপিজি গ্যাস বি‌ক্রি বন্ধ রে‌খে‌ছেন ডিলাররা। এ‌তে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন গ্রাহকরা। লোকসা‌নের অজুহাত তু‌লে সরকা‌র নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে বেশি দামে গ্যাস বি‌ক্রির দা‌বি‌তে গত শুক্রবার থে‌কে এলপিজির ডিলাররা ধর্মঘট পালন কর‌ছেন ব‌লে একা‌ধিক ডিলা‌রের সঙ্গে কথা ব‌লে নি‌শ্চিত হওয়া গে‌ছে।

ত‌বে জেলা প্রশাসন বল‌ছে, ডিলার‌দের এমন দা‌বি অ‌নৈ‌তিক এবং অযৌক্তিক। কোনোভা‌বে সরকার নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে বেশি দা‌মে গ্যাস বি‌ক্রির সু‌যোগ নেই। এটি লাইসেন্সের শর্ত ভ‌ঙ্গের শা‌মিল।

রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহ‌রের ত্রিমোহনী বাজা‌রে ওমেরা গ্যাস ডিলার প‌য়ে‌ন্ট মেসার্স সাহা ফি‌লিং স্টেশ‌নে মুকুল না‌মে এক গ্রাহক গ্যাস কিন‌তে গে‌লে বি‌ক্রি করতে অপারগতা জানান ডিলা‌রের প্রতি‌নি‌ধি। এ সময় তারা ওই গ্রাহক‌কে জানান, ধর্মঘট চল‌ছে।

মুকুল ব‌লেন, ‘বা‌ড়ি‌তে এলপিজি গ্যাস শেষ। সি‌লিন্ডার নি‌তে এ‌সে দে‌খি কেউ বি‌ক্রি কর‌ছেন না। অথচ সব ডিলা‌রের কা‌ছে সি‌লিন্ডার মজুত র‌য়ে‌ছে। সব ভোগা‌ন্তি আমা‌দের মতো গ্রাহক‌দের‌।’

যোগা‌যোগ করা হ‌লে ও‌মেরা গ্যাস ডিলা‌রের প্রতি‌নি‌ধি মো. রু‌বেল জানান, সরকার নির্ধা‌রিত মূ‌ল্যে সি‌লিন্ডার বি‌ক্রি কর‌লে তা‌দেরকে সি‌লিন্ডার প্রতি অন্তত ৬০ টাকা লোকসান গুন‌তে হয়। আবার বে‌শি দা‌মে সি‌লিন্ডার বি‌ক্রি কর‌লে ভ্রাম্যমাণ আদালতে জ‌রিমানা দি‌তে হয়। গত বৃহস্প‌তিবার তা‌দের এক‌টি প্রতি‌নি‌ধি দল ‌জেলা প্রশাস‌কের সঙ্গে দেখা ক‌রে বে‌শি দা‌মে সি‌লিন্ডার বি‌ক্রির অনুম‌তি চাই‌লে জেলা প্রশাসন থে‌কে অনুম‌তি দেওয়া হয়‌নি। ফ‌লে তারা অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য সি‌লিন্ডার বি‌ক্রি বন্ধ রে‌খে‌ছেন। 

‘আমরা‌ তো লোকসান দিতে পার‌বো না। পা‌শের জেলাগু‌লোতে সরকার নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে বে‌শি দা‌মে সি‌লিন্ডার বি‌ক্রি করা হ‌চ্ছে। কিন্তু আমরা বি‌ক্রি কর‌লে জরিমানা দিতে হ‌চ্ছে। এজন্য আমরা বি‌ক্রি বন্ধ রে‌খে‌ছি। নতুন ক‌রে সি‌লিন্ডার তুল‌ছি না’ ব‌লেন ডিলার প্রতি‌নি‌ধি রু‌বেল।

কু‌ড়িগ্রা‌মে যমুনা গ্যাসের ডিলার বদরুল আহসান মামুন ব‌লেন, ‘আমা‌দের উপায় নেই। আমরা জেলা প্রশাস‌কের কা‌ছে মূল্য সমন্বয় ক‌রে গ্যাস বি‌ক্রির অনুম‌তি চে‌য়ে‌ছি। কিন্তু তি‌নি মন্ত্রণাল‌য়ের সিদ্ধা‌ন্তের বাই‌রে সিদ্ধান্ত দি‌তে রা‌জি হন‌নি। সরকার নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে আমা‌কে অন্তত ৫০ টাকা বে‌শি দি‌য়ে গ্যাস কিন‌তে হয়। সে‌ হি‌সাবে আমা‌দের‌কে প্রতি সি‌লিন্ডার কমপ‌ক্ষে ১৩৯০ টাকায় বি‌ক্রি কর‌তে হয়। আমরা‌ তো লোকসান দিয়ে বি‌ক্রি কর‌তে পার‌বো না। এজন্য নতুন ক‌রে সি‌লিন্ডার তুল‌ছি না, বি‌ক্রিও কর‌ছি না।’

জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল ক‌রিম ব‌লেন, ‘ডিলাররা আমার কা‌ছে এ‌সে‌ছি‌লেন। আ‌মি ব‌লে‌ছি সরকার নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে বে‌শি দা‌মে বি‌ক্রির অনুম‌তি দেওয়ার সু‌যোগ নেই। এজন্য তারা য‌দি বি‌ক্রি বন্ধ রা‌খেন সেটা‌ তো কোনও সমাধান নয়। তারা সরকা‌রের সিদ্ধান্ত মে‌নে নেওয়ার শ‌র্তে লাই‌সেন্স নি‌য়ে‌ছেন।’

সংক‌টের সমাধান সম্প‌র্কে জান‌তে চাই‌লে জেলা প্রশাসক বলেন, ‘এভা‌বে চল‌তে থাক‌লে আমা‌দের‌কে আইনগত ব্যবস্থা নি‌তে হ‌বে। আ‌মি প্রত্যাশা কর‌বো, ডিলাররা নির্ধা‌রিত মূ‌ল্যে গ্যাস বি‌ক্রি কর‌বেন।’

/এএম/
সম্পর্কিত
বিদ্যুৎ উৎপাদনে দিনে কতটুকু গ্যাস পাওয়া যাবে?
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আতঙ্কে দিন কাটছে কলোনির বাসিন্দাদের
ইভিসি মিটার স্থাপনে কচ্ছপ-গতিও নেই
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে