X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

যুবলীগ নেতা পরিচয়ে চাঁদাবাজি, পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রংপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:১৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৪

রংপুরে যুবলীগের নেতা পরিচয়ে চাঁদাবাজি করার সময় ইমরান হোসেন ও শামিম রহমান নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে নগরীর হাজিরহাট থানার মুচির মোড় এলাকার রংপুর এলপিজি পেট্রোল পাম্প থেকে পিটুনি দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ইমরান হোসেন নগরীর ধাপ পাশারীপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সুরাইয়া আকতারের স্বামী বলে জানা গেছে। শামীম রহমান নগরীর ধাপ শ্যামলী লেন এলাকার আব্দুর রহমান এলাকার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকালে নিজেদের যুবলীগের নেতা পরিচয় দিয়ে একটি আমন্ত্রণপত্র দেখিয়ে রংপুর এলপিজি পেট্রোল পাম্পে চাঁদা আদায় করতে যান ইমরান ও শামীম। তাদের আচরণে পেট্রোল পাম্পের কর্মচারীদের সন্দেহ হয়। এরপর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষিন চন্দ্র দাসসহ অন্যান্য যুবলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করেন তারা। তখন পেট্রোল পাম্পের কর্মচারীরা জানতে পারেন, ইমরান ও শামীম কখনও যুবলীগ করেননি। এরপর বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন এসে দুই জনকে পিটুনি দেয়। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের হাজিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুই যুবক যে আমন্ত্রণপত্র দেখিয়ে চাঁদাবাজি করতে গিয়েছিলেন সেটি উদ্ধার করা হয়েছে। এতে লেখা ছিল, ‌‌‘যুব মহিলা লীগের উদ্যোগে আগামী ২৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার গরিব ও দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও খাবার বিতরণ করা হবে’। আমন্ত্রণপত্রে আওয়ামী যুব মহিলা লীগ উল্লেখ করা হলেও কারও নাম লেখা নেই।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, ‘সুরাইয়া আকতার জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক। ইমরান হোসেন তার স্বামী কি-না নিশ্চিত করে বলতে পারছি না।’

এদিকে রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষিন চন্দ্র দাস জানান, আটক ইমান হোসেন যুবলীগ করেন না। তার স্ত্রী সুরাইয়া আকতার রংপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক।’

এ বিষয়ে কথা বলতে সুরাইয়া আকতারের মোবাইল ফোনে কলা করা হয়। এক ব্যক্তি কল রিসিভ করে বলেন, ‘উনি (সুরাইয়া আকতার) ব্যস্ত আছেন। এ কারণে আমাকে ফোনটি দেওয়া হয়েছে। তার সঙ্গে এখন কথা বলা যাবে না।’

হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, ‘পেট্রোল পাম্পে চাঁদাবাজি করতে যাওয়ার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ঘুম থেকে ডেকে মেম্বারকে কুপিয়ে হত্যা, মারধর করে দুজনকে পুলিশে সোপর্দ
অটোরিকশা ধাক্কা দেওয়ায় প্রাইভেটকার থেকে নেমে গুলি ছুড়লেন যুবক
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক