X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘নৌকাডুবির ঘটনার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী’

পঞ্চগড় প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪০

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘নৌকাডুবিতে একসঙ্গে এত মানুষ দেশের আর কোথাও মারা যায়নি। প্রধানমন্ত্রী এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তিনি আন্তরিক ও মানবিক, তার পক্ষে সমবেদনা জানিয়ে মানবিক সহায়তা নিয়ে এসেছি। সরকারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনাদেরকে সান্ত্বনা ও শক্তি জোগাতে পাশে রয়েছে।’

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা দেওয়ার সময় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন বিশেষ অতিথি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঘটনার প্রথম থেকেই সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।’

অনুষ্ঠানে করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবারকে আর ৫৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশে ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তুলে দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

জানা গেছে, এই টাকা মধ্যে প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ ছাড়া মন্ত্রণালয়টির পক্ষ থেকে শুকনো খাবারের প্যাকেটও দেওয়া হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রতি পরিবারকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এদিকে, দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্তদের স্বজনদের জেলা প্রশাসনের উদ্যোগে ২০ হাজার, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২৫ হাজার, রেলমন্ত্রীর ব্যক্তিগত ফান্ড থেকে আরও পাঁচ হাজার টাকা ও শাড়ি লুঙ্গি দেওয়া হয়। টাকা ও খাবার বিতরণ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন।

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে মানবিক সহায়তা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক মো.আতিকুল হক, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা,পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষকলীগের নেতা আব্দুল লতিফ তারিন, আওয়ামীলীগ নেতা ফারুক আলম টবি, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, পৌর মেয়র জাকিয়া খাতুন, ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত রবিবার (২৫ সেপ্টেম্বর) করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও এক শিশুসহ তিন জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
গাজায় বন্দর স্থাপনে জাহাজ পাঠালো যুক্তরাজ্য
স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের মাসব্যাপী সেহরি বিতরণ
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা