X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছেলেদের ‘মারধরে’ হাসপাতালে বৃদ্ধ বাবা

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৩

কুড়িগ্রাম সদর উপজেলার দুবাআছরি গ্রামের আব্দুল হক (৭৮)। তিন ছেলে থাকলেও বৃদ্ধ বয়সে বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। নিজের জমিতে চাষ করতে গেলে দুই ছেলে তাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে দুবাআছরি গ্রামে আব্দুলকে মারধরের ঘটনা ঘটে। আহত আব্দুল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। 

চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হক জানান, ভিটাবাড়ি ও আবাদি জমিসহ তার প্রায় দুই একর সম্পত্তি রয়েছে। তার বড় ছেলে ওয়াহেদ আলী (৪৫) ও ছোট ছেলে রফিকুল ইসলাম (২৯) জমিজমা লিখে নিতে তাকে নানাভাবে চাপ দিতে থাকেন। তিনি তা না করায় দুই ছেলে মিলে তাকে বাড়ি থেকে বের করে দেন। তার জমির সব কাগজপত্র বড় ছেলে নিয়ে নেন। বাড়ি থেকে বিতাড়িত হয়ে তিনি এখন অন্যের বাড়িতে থাকেন। মেজো ছেলে আনিছুল হকের বাড়িতে খাওয়া দাওয়া করেন। এবছর তার সব জমি দখলে নিয়ে দুই ছেলে আবাদ করছে।

শুক্রবার তিনি একটি জমিতে ধান লাগাতে গেলে বড় ছেলে ওয়াহেদ ও ছোট ছেলে রফিকুল তাকে মারধর করেন। 

আব্দুল বলেন, ‘সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলে আমাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার জমিতে তারা যেতে দেয় না। শুক্রবার জমিতে গেলে তারা আমাকে মারধর করে। আমি এর বিচার চাই।’

থানায় অভিযোগ করা বিষয়ে জানতে চাইলে আব্দুল হক বলেন, ‘এর আগে থানায় অভিযোগ করেছি। কিন্তু কাজ হয়নি।’

আব্দুলের মেজ ছেলে আনিছুল হক অভিযোগ করেন, দুই ভাইয়ের নির্যাতনে ভিটেছাড়া হয়েছেন তিনি। বাবার জমি থাকলেও তিনি প্রায় ৫ বছর ধরে সরকারি আশ্রয়ণের ঘরে বাস করছেন। 

আনিছুল বলেন, ‘দুই ভাই আমাকে ও বাবাকে ভিটেছাড়া করেছে। বাবা প্রায় চার বছর বাড়িছাড়া। চেয়ারম্যান-মেম্বার, থানায় বলেও কোনও সমাধান পাই না।’

বাবার অভিযোগ অস্বীকার করেছেন ছোট ছেলে রফিকুল। তিনি বলেন, ‘বাবা বাড়িতে আমাদের সঙ্গে থাকেন। দুই দিন থেকে অন্যের বাড়িতে থাকছেন। তার বন্ধক রাখা একটি জমি বোন জামাই খুলে নিয়েছেন। আমরা সেই জমিটা বর্গা নিয়ে আবাদ করছি। বাকি জমি আমার বাবা ও মেজো ভাই (আনিছুল) আবাদ করেন।’

বাবার ওপর হামলার প্রশ্নে রফিকুল বলেন, ‘ জমিতে আমরা সার দিয়েছিলাম। ওই জমিতে মেজো ভাই ধান লাগাতে এলে মাসহ আমরা বাধা দিই। এসময় বাবা কোদাল দিয়ে মাকে কোপাতে আসেন। আমরা বাধা না দিলে বাবা কুপিয়ে মাকে মেরে ফেলতেন। আপনারা খোঁজ দিয়ে সব যাচাই করেন।’

তবে আব্দুলের ভাতিজা আনিছুর রহমান বলেন, ‘ ওয়াহেদ ও রফিকুল মিলে চাচাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তারা সম্পত্তির জন্য বাবার ওপর নির্যাতন করেন।’

ঘোগাদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘ওই পরিবারের এক ছেলে ও আব্দুল হক মিলে এক গ্রুপ আর দুই ছেলে ও মা মিলে আরেক গ্রুপ তৈরি হয়েছে। আব্দুল হক তার মেজো ছেলেকে ভিটের অংশ দিতে চাইলে বড় ছেলে ওয়াহেদ তাতে বাধা দেন। এ নিয়ে তাদের দ্বন্দ্ব চলছে। আমরা কয়েকবার জমি ভাগের জন্য গিয়েছিলাম। কিন্তু ওয়াহেদ সেসময় বাড়িতে থাকেন না। পরে হাল ছেড়ে দিয়েছি। ’

/আরআর/
সম্পর্কিত
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও অপহরণ, পরিচয় মিলেছে ১০ জনের
সর্বশেষ খবর
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি