X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর সচল হলো হাসপাতালের শৌচাগার

নীলফামারী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪২

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর সচল হলো নীলফামারী জেনারেল হাসপাতালের ৩৬টি শৌচাগার। এর মধ্যে সার্জারি ওয়ার্ডে সাতটি, পুরুষ ওয়ার্ডে সাতটি, মহিলা ওয়ার্ডে সাতটি, গাইনিতে আটটি, নবজাতকে তিনটি ও ডায়রিয়া ওয়ার্ডে চারটি চালু হয়।

গত ৩ ফেব্রুয়ারি ‘বেসিন নাই, কল নষ্ট, বর্জ্য ব্যবস্থা শোচনীয়’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।

এ সংবাদের পর পর্যায়ক্রমে জেনারেল হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের বেসিন, টয়লেট ও বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারের আমূল পরিবর্তন হয়েছে। ফিরে এসেছে স্বাস্থ্যবিধি।

এ ব্যাপারের হাসপাতালের তদারকির দায়িত্বে নিয়োজিত ওয়ার্ড মাস্টার স্বপন মিয়া বলেন, ‘বাংলা ট্রিবিউন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর হাসপাতালের তত্ত্বাবধায়ক স্যার শৌচাগারগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেন। তাই তিন-চার দিন ধরে শৌচাগারগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এখন থেকে আর কোনও সমস্যা হবে না।’

বিষয়টি জানতে চাইলে পুরুষ ওয়ার্ডের জমাদার (লিডার) পরিতোষ চক্রবর্তী বলেন, ‘রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মী দিয়ে পুরুষ ওয়ার্ডের একটি, ডায়রিয়া ও মহিলা ওয়াডসহ তিনটি টয়লেট সচল করা হয়েছে। বাকি অপরিষ্কার বাথরুম, টয়লেট ও বেসিনগুলো ওয়াশ করার পর ছকছকা হয়েছে।’

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর সচল হলো হাসপাতালের শৌচাগার

পুরুষ ওয়ার্ডের রোগী সাইফুল ইসলাম বলেন, ‌‌‘আমি সাত দিন ধরে বুকের ব্যথা নিয়ে পুরুষ ওয়ার্ডে ভর্তি আছি। এখানে সাতটি টয়লেটের মধ্যে একটি খুবই খারাপ ছিল। ওটার কারণে বাকি টয়লেটে যাওয়া যেত না। ভেতরে ঢুকলে কাপড় দিয়ে নাক-মুখ বেঁধে যেতে হয়। এখন দেখছি গত দুদিনে টয়লেটগুলো তড়িঘড়ি করে পরিষ্কার করা হয়। কেন হঠাৎ এত দ্রুত কাজ করল, কিছুই বুঝলাম না।’

পাশের মহিলা ওয়ার্ডে পাঁচ নম্বর বিছানার রোগী রুবিনা বেগমের ছেলে মো. সেলিম বলেন, ‘পাঁচ দিন ধরে মা এখানে শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি আছেন। চিকিৎসাসেবা ভালো পেলেও পায়খানা-প্রস্রাবের গন্ধে দম বন্ধ হয়ে আসছে। গতকাল ও আজ (রবিবার) মাসহ আশপাশের রোগীরা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। আমি বাথরুমে গিয়ে দেখি এখন শতভাগ পরিবর্তন হয়েছে। তবে বাথরুম ও টয়লেটর সংখ্যা বাড়ানো উচিত বলে আমি মনে করি।’

সরেজমিন দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডের টয়লেটগুলো এখন পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে। সার্জারি ওয়ার্ডের শৌচাগারের সংখ্যা আটটি, সাত দিন আগে বেহাল অবস্থা ছিল। কিন্তু বাংলা ট্রিবিউনে গত ৩ ফেব্রুয়ারি শৌচাগার-সংশ্লিষ্ট একটি সংবাদ প্রকাশের পর এখন সচল অবস্থা বিরাজ করছে। এরপর নবজাতক ওয়ার্ডেরও একই অবস্থা দেখা যায়।

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর সচল হলো হাসপাতালের শৌচাগার

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ভারপ্রাপ্ত (আরএমও) মো. আব্দুর রহিম বলেন, ‘হাসপাতালে দু-একটি শৌচাগারে সমস্যা ছিল। তা ছাড়া সবগুলো সচল ছিল।’

তিনি আরও বলেন, ‌‘শুধু হাসপাতাল কর্তৃপক্ষ শতভাগ চেষ্টা করে শৌচাগারগুলো ভালো রাখার। কিন্তু যারা চিকিৎসা নিতে আসে, তাদেরও একটা দায়িত্ব আছে। তারা সেটুকু পালন করে না। প্রতিটি ওয়ার্ডে ময়লা ফেলার ডাস্টবিন আছে, অথচ রোগীসহ স্বজনরা ময়লা ফেলে বাইরে।’

জেনালের হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবু আল হাজ্জাজ বলেন, ‌‘সংবাদ প্রকাশের কয়েক দিনের মধ্যে শৌচাগারগুলো সচল করা হয়েছে। আশা করি এখন শতভাগ স্বাস্থ্যবিধির আওয়তায় এসেছে। তবু কিছুটা জটিলতা থেকেই যায়। কারণ, বাজেট বরাদ্দের বিষয়ে সবকিছু সিদ্ধান্ত নিতে পারি না। আজ পুরুষ ওয়ার্ডের ওভার ফ্লো টয়লেটটি সচল করা হয়েছে। হাসপাতালে শতভাগ শৌচাগার স্বাস্থ্যবিধির আওতায় আনা হয়েছে।’

/এনএআর/
সম্পর্কিত
আসন্ন বাজেটে ওয়াশ খাতের বরাদ্দে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
রাজধানীতে প্রতি ৭৫ হাজার মানুষের জন্য একটি টয়লেট
এক কারাগারে ধারণক্ষমতার তিনগুণ বন্দি, শৌচাগার সংকটে ভোগান্তি
সর্বশেষ খবর
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না