X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আগুনে পুড়েছে বসতভিটা-বইপত্র, এইচএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় লিমা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩, ১৮:১০আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৮:১০

কুড়িগ্রাম পৌর এলাকার কাঠমিস্ত্রি হোসেন আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে ঘরে থাকা বইপত্র, ধান-চাল ও গরু-ছাগলসহ সবকিছু। তবে বইপত্র পুড়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন হোসেন আলীর মেয়ে লিমা।

শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বকসিপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে ততক্ষণে পুড়ে যায় হোসেন আলীর বাড়ির তিনটি ঘর, মারা গেছে তিনটি গুরু, তিনটি ছাগলসহ হাঁস-মুরগি। এ ছাড়া ঘরের ধান-চাল, সন্তানের বইখাতা ও আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার বিকাল পর্যন্ত তাদের পাশে দাঁড়ায়নি কেউ। 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ ঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবার ও প্রতিবেশী পুরুষরা নামাজে থাকায় বাড়ির নারী সদস্যরা নিরুপায় হয়ে পড়েন। তাদের চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়িঘরসহ সবকিছু পুড়ে যাওয়ায় শোকে অসুস্থ হয়ে পড়েন হোসেন আলী।

হোসেন আলীর এইচএসসি পরীক্ষার্থী মেয়ে লাবনী আক্তার লিমা বলেন, ‘আমাদের কিছুই নেই। নিঃস্ব হয়ে গেছি। গরু-ছাগল, ধান, হাঁস-মুরগি সব পুড়ে গেছে। আমার ও ছোট ভাইয়ের পড়ার বইগুলো সব পুড়ে গেছে। জীবন বাঁচাতে শুধু পরনের কাপড়সহ ঘর থেকে বের হয়েছি। কিছুই রক্ষা করতে পারিনি। আগামী ৭ জুন আমার এইচএসসি পরীক্ষা। কীভাবে পরীক্ষা দেবো বুঝতেছি না। আপনারা আমাদের সহায়তা করুন। আমরা কোথায় থাকবো, কী খাবো, কোনও উপায় নেই। এখনও কেউ আমাদের খোঁজও নেয়নি।’

খবর পেয়ে শনিবার বিকালে পৌর মেয়র কাজিউল ইসলাম ভুক্তভোগী পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়ে মেয়র বলেন, ‘ওই পরিবার আমার কাছে লিখিত আবেদন করলে তাদের সহায়তা করা হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ সইদুল আরীফ বলেন, ‘ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন দিলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’

/এএম/
সম্পর্কিত
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!