X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে কেউ ডুবলে উদ্ধারে ডুবুরি আসে রংপুর থেকে

বিপুল সরকার সানি, দিনাজপুর
২৭ মার্চ ২০২৩, ১২:৫৪আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৩:১৫

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে নেই ডুবুরি দল। কোনও দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে ডুবুরি দল আসে রংপুর থেকে। এতে দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি বেড়ে যায়।

দিনাজপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, দিনাজপুরের ১৩টি উপজেলায় মোট ১৩টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রয়েছে। এর মধ্যে সদর উপজেলার স্টেশনটি ‘এ’ শ্রেণিভুক্ত। এছাড়াও হাকিমপুর ও বিরামপুর উপজেলার স্টেশন দুইটি ‘সি’ শ্রেণিভুক্ত। বাকি ১০টি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনগুলি ‘বি’ শ্রেণিভুক্ত।

‘এ’ শ্রেণিভুক্ত স্টেশনটিতে আগুন নির্বাপক, পরিদর্শন এবং ফায়ার অ্যাম্বুলেন্সসহ মোট ছয়টি গাড়ি রয়েছে। অন্যদিক ‘বি’ শ্রেণিভুক্ত স্টেশনগুলিতে রয়েছে দুইটি পানির গাড়ি এবং ‘সি’ শ্রেণিভুক্ত স্টেশনে রয়েছে একটি পানির গাড়ি। জেলা পর্যায়ে প্রয়োজন ভিত্তিতে জনবল রয়েছে প্রায় ৩০ জন। আর প্রতিটি স্টেশনে রয়েছেন ১৬ জন ফায়ার ফাইটার, চার জন ড্রাইভার, দুই জন লিডার, একজন সাব অফিসার এবং একজন স্টেশন অফিসার। 

দিনাজপুর ফায়ার সার্ভিস

কর্মকর্তারা বলছেন, বিরামপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনটি ‘এ’ শ্রেণিতে উন্নীত হয়েছে। এখন শুধু ঘোষাণার অপেক্ষায়। জেলা পর্যায়ে ডুবুরি দলের জন্য অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

দিনাজপুর বাঙ্গীবেচা নামক এলাকার রফিকুল বলেন, ‘দিনাজপুরের প্রায় সময় পানিতে ডুবে মৃত্যুর খবর আমরা পাই। পানিতে ডুবে কেউ হারিয়ে যায় তখন ডুবুরির জন্য বসে থাকতে হয়। কারণ ফায়ার সার্ভিসে কোনও ডুবুরি নেই।’

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, ডুবুরি দলের পদ কেবল বিভাগীয় পর্যায়ে আছে। সদর উপজেলাতে দুই জন ডুবুরি কাম ফায়ার ফাইটার আছেন। যখন আমাদের ডুবুরি দলের প্রয়োজন হয়, তখন রংপুরে আমরা খবর দিই। তারা এসে উদ্ধারকাজ করে। জেলা পর্যায়ের ডুবুরি দলের জন্য অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। এটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী