X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
আহমদিয়াদের জলসা ঘিরে সংঘর্ষে নিহত

১২৮ দিন পর আরিফের লাশ উত্তোলন, খবর পাননি বাবা-মা

পঞ্চগড় প্রতিনিধি
১০ জুলাই ২০২৩, ১৯:২৩আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৯:২৩

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের ‘সালানা জলসাকে’ কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় মুসল্লিদের সংঘর্ষে নিহত আরিফুর রহমান আরিফের (২৮) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ১২৮ দিন পর সোমবার (১০ জুলাই) দুপুরে তার লাশ উত্তোলন করা হয়। তবে লাশ উত্তোলনের খবর পাননি আরিফের বাবা-মা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদের উপস্থিতিতে পঞ্চগড়ের কেন্দ্রীয় গোরস্থান থেকে লাশ উত্তোলন করেছে পুলিশ। এ সময় সদর থানা পুলিশের ওসি আব্দুল লতিফ মিয়া, উপপরিদর্শক মো. কাইয়ুম আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। লাশ উত্তোলনের খবর পেয়ে ভিড় করেন স্থানীয়রা। স্থানীয়দের কাছ থকে খবর পেয়ে ছুটে আসেন আরিফের বাবা-মাও।  

পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনার ৯২ দিন পর গত ৪ জুন সদর থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আরিফের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. এম. মাহাবুব ইসলাম।

মামলার বাদী সদর থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন বলেন, ‘আরিফ নিহত হওয়ার ঘটনায় গত ৪ জুন হত্যা মামলা করেছিলাম। তার লাশের ময়নাতদন্ত করলে হত্যার কারণ জানা যাবে।’

পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম. সিরাজুল হুদা বলেন, ‘পুলিশের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আরিফের লাশ উত্তোলন করা হয়েছে।’

তবে আরিফের বাবা ফরমান আলী বলেন, ‘ছেলের লাশ উত্তোলনের বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। এলাকার মানুষের কাছ থেকে খবর পেয়ে স্ত্রীকে নিয়ে ছেলের লাশ উত্তোলন দেখতে এসেছি।’ 

ছেলের মৃত্যুর বিষয়ে ফরমান আলী বলেন, ‘ঘটনার দিন রাতে সদর থানায় ইটপাটকেলের আঘাতে আরিফের মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে পরিবারের কোনও দাবি নেই—এমন লেখা সংবলিত কাগজে স্বাক্ষর নিয়ে লাশ ফেরত দিয়েছিল পুলিশ। পরদিন সকালে জানাজা শেষে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে ছেলেকে দাফন করা হয়। যেহেতু মামলা হয়েছে, আমি চাই ময়নাতদন্ত হোক। হয়তো এর মধ্য দিয়ে ছেলে হত্যার বিচার পাবো। তবে আমার ছেলে গুলিতে মারা গেছে। গুলি মাথার পেছন দিকে ঢুকে সামনের দিক দিয়ে বেরিয়ে গেছে।’

কান্নাজড়িত কণ্ঠে ফরমান আলী বলেন, ‘সেদিন আমার ছেলেকে শিবিরকর্মী বানিয়েছিল পুলিশ। অথচ আমার ছেলে কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। সে দীর্ঘদিন প্রথম আলো বন্ধুসভার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। মৃত্যুর আগ দিন পর্যন্ত প্রথম আলো বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ছিল।’

পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার ইসলামবাগ এলাকার মো. ফরমান আলীর একমাত্র ছেলে ছিলেন আরিফুর রহমান। স্থানীয় প্রিন্টিং প্রেসের কর্মচারী হিসেবে কাজ করতেন। তার বাবা কাপড়ের দোকানের বিক্রয়কর্মী।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আহমদিয়া জামাতের জলসা বন্ধের দাবিতে গত ৩ মার্চ শুক্রবার জুমার নামাজের পর পঞ্চগড় শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করা হয়। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা শহরের চৌরঙ্গী মোড়ে সমবেত হন। তারা মিছিল নিয়ে সেখান থেকে করতোয়া সেতুর দিকে যেতে চাইলে পুলিশ থামিয়ে দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছড়িয়ে ছিটিয়ে শহরের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর চৌরঙ্গী মোড়সংলগ্ন সিনেমা হল সড়ক থেকে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তখন পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

একপর্যায়ে বিজিবি ও র‍্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগ দেন। এরপর চৌরঙ্গী মোড়ের আশপাশের বিভিন্ন গলি থেকে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। বেলা সোয়া ২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছিয়ে সদর থানার ভেতরে আশ্রয় নেন। এ সময় থানা লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ-বিজিবি ও র‍্যাবের সদস্যরা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে থাকেন।

ওই সময়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশের মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে যান আরিফ। তার মাথায় গুলি লেগেছিল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয়।

/এএম/
সম্পর্কিত
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুজুৎসুর নিউটন
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
সর্বশেষ খবর
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক