X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

১৪ বছরে মনি-মুক্তা, চালাতে পারে সাইকেলও

দিনাজপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ১২:৩৫আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১২:৩৫

বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে আলোচিত ও নতুন ইতিহাসের সাক্ষী মনি ও মুক্তার ১৪তম জন্মদিন আজ (২২ আগস্ট)। ২০০৯ সালের এই দিনে দিনাজপুরে জোড়া লাগা অবস্থায় জন্ম হয়েছিল তাদের। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালে অপারেশনের মাধ্যমে ভিন্ন সত্ত্বা লাভ করে। যা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। দেশে প্রথম অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর সফল পৃথকীকরণ হলো মনি ও মুক্তা। 

২০০৯ সালের ২২ আগস্ট দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় তাদের। কিন্তু তারা দুনিয়ায় আসে জোড়া লাগা অবস্থায়। ফলে দুঃশ্চিন্তার অন্ত ছিল না বাবা-মায়ের। জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়ার বাসিন্দা বাবা জয় প্রকাশ পাল ও মা কৃষ্ণা রানী পাল ২০১০ সালের ৩০ জানুয়ারি ভর্তি করান ঢাকা শিশু হাসপাতালে। পরে ৮ ফেব্রুয়ারি দেশের প্রথম অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো দুই শিশুকে আলাদা করেন চিকিৎসক এ আর খান। দেশের চিকিৎসা বিজ্ঞানে সৃষ্টি হয় নতুন ইতিহাস।

১৪ বছরে মনি-মুক্তা, চালাতে পারে সাইকেলও

বাবা মায়ের কোল থেকে নানা চড়াই উতরাইয়ের পর বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা মনি-মুক্তা পা দিয়েছে ১৪ বছরে, এসেছে স্বাভাবিক জীবনে। তারা এখন স্থানীয় ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সাইকেল চালিয়েই তারা স্কুলে যায়। পড়ালেখার পাশাপাশি কো-কারিকুলামেও পারদর্শী। হতে চায় চিকিৎসক, সেবা করতে চায় দুস্থ-অসহায় মানুষের।

মনি বলে, আমাদের জন্মের পর স্বাভাবিক ছিলাম না। সেই সময়ের যে ছবিগুলো তোলা হয়েছিল তা দেখে বুঝেছি। চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে আমরা আজ স্বাভাবিক জীবনযাপন করছি। তাই আমাদের ইচ্ছা চিকিৎসক হওয়া। চিকিৎসক হয়ে আমরা গরিব, অসুস্থ, অসহায় মানুষের সেবা করতে চাই। 

মুক্তা জানায়, আমাদের গর্ব হয় যে আমরা বাংলাদেশে প্রথম সফল অস্ত্রোপচারের মাধ্যমে পৃথক হয়েছি। চিকিৎসক এ আর খানসহ যেসব চিকিৎসক ও সংশ্লিষ্টরা আমাদের এ পর্যন্ত আসতে সহায়তা করেছে তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। সবার কাছে দোয়া কামনা করি যাতে মানুষের মতো মানুষ হতে পারি। যাতে চিকিৎসক হতে পারি। 
শত বাধা পেরিয়ে মনি ও মুক্তা পৌঁছে যাক তাদের গন্তব্যে এমন চাওয়া বাবা ও মায়ের। তবে পরিবারের সীমাবদ্ধতাও কম নয়। তাদের বাবা জয় প্রকাশ পাল কৃষি কাজ করেন। পাশাপাশি গ্রামের মধ্যে ছোট একটি ওষুধের দোকান রয়েছে। যার স্বল্প আয় দিয়েই স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলের পড়াশোনা ও ভরণপোষণ করেন তিনি।

১৪ বছরে মনি-মুক্তা, চালাতে পারে সাইকেলও

জয় প্রকাশ পাল বলেন, মনি ও মুক্তার জন্মের পর পেটে জোড়া লাগানো ছিল। ফলে তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে অনেক দুঃশ্চিন্তা ছিল। এলাকার মানুষও নানান অপবাদ দিয়েছে। অর্থ সংকট আর হতাশার মধ্যে পড়ে গিয়েছিলাম। পরে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তাদেরকে আলাদা করেন। এখন তারা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছে। আমার মেয়ে দুটির মেধা ভালো। ভালো ছবি আঁকে, ভালো নৃত্য করে। এখন তাদেরকে নিয়ে আমার গর্ব হয়। তারা যাতে মানুষের মতো মানুষ হতে পারে। তাদের স্বপ্ন চিকিৎসক হওয়ার, তাদের এই স্বপ্ন পূরণে যথাসাধ্য চেষ্টা করে যাবো। 

স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, মনি ও মুক্তা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের স্বপ্নপূরণে পড়ালেখায় সহযোগিতা করা হচ্ছে। সম্প্রতি তাদেরকে দুটি বাইসাইকেল দেওয়া হয়েছে যাতে তারা সময়মতো স্কুলে পৌঁছাতে পারে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ