X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

১১ বছর পর চালু হচ্ছে ‘রামসাগর এক্সপ্রেস’

গাইবান্ধা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ২১:৩২আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২১:৩২

দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন। গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশন থেকে ট্রেনটি চলবে দিনাজপুর রেলস্টেশন পর্যন্ত। আগামী ২৯ আগস্ট ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৪ আগস্ট হঠাৎ বন্ধ হয়ে যায় রামসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল। এত বছর পর ট্রেনটি চালু হওয়ার খবরে খুশি গাইবান্ধা জেলা ছাড়াও রংপুর ও দিনাজপুরসহ কয়েক জেলার মানুষ। ট্রেনটি চালু হলে একদিকে প্রসার ঘটবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের। অন্যদিকে ভোগান্তি কমে চলাচল সহজ হবে যাত্রীদের।

এ বিষয়ে বোনারপাড়া রেলস্টেশনের মাস্টার খলিলুর রহমান বলেন, ‘আগামী ২৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে রামসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেনটি চালু হলে গাইবান্ধা জেলাসহ রংপুর ও দিনাজপুর জেলার মানুষ মানুষ উপকৃত হবে। তাদের যোগাযোগের পথ সহজ হবে। সেইসঙ্গে নতুন করে সরকারের রাজস্ব আয় বাড়বে।’

বোনারপাড়া স্টেশন থেকে ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় ছেড়ে যাবে দিনাজপুর স্টেশনের উদ্দেশে উল্লেখ করে খলিলুর রহমান বলেন,‘এর মধ্যে ট্রেনটি কাউনিয়া ও রংপুর স্টেশন হয়ে দিনাজুপরে পৌঁছাবে বেলায় সাড়ে ১১টায়। এরপর বিকাল ৩টায় দিনাজপুর থেকে বোনারপাড়ার উদ্দেশে রওনা হয়ে পৌঁছাবে রাত ১০টায়। ট্রেনটি চলাচলে সবচেয়ে উপকৃত হবেন গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের মানুষজন।’

বহুল প্রত্যাশিত রামসাগর এক্সপ্রেস চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের এমপি মাহমুদ হাসান রিপন।

তিনি বলেন, ‘এক সময়ের মানুষের চলাচলে ব্যাপক জনপ্রিয় ছিল রামসাগর এক্সপ্রেস। কিন্তু ট্রেনটির চলাচল হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে যাওয়া ট্রেনটি চালু করা নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। অবশেষে আগামী ২৯ আগস্ট থেকে চালু হচ্ছে। এতে গাইবান্ধা তথা উত্তরের কয়েক জেলার মানুষের চলাচলে সুবিধা হবে।’

খোঁজ নিয়ে জানা যায়, ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে অল্প সময়ে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এই ট্রেনে গাইবান্ধা জেলার মানুষ বিভাগীয় শহর রংপুরে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দাফতরিক কাজে যেতেন। কিন্তু জনবল সংকটসহ নানা অজুহাতে তিন বছরের মাথায় ২০১২ সালের ২৪ আগস্ট বন্ধ হয়ে যায় ট্রেনটি।

এরপর এটি চালুর জন্য আন্দোলন করেন গাইবান্ধা-রংপুরের নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন। তবে চালুর দাবিতে জোরালো আন্দোলন হয় ২০২০ সালে। ওই সালের ৮ ফেব্রুয়ারি ট্রেনটি পুনরায় চালুর দাবিত বোনারপাড়া রেলস্টেশনে গণমিছিল, সমাবেশ ও ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টা ২২ মিনিট থেকে ১২টা ৫২ মিনিট পর্যন্ত ৩০ মিনিট আটকে রাখেন আন্দোলনকারীরা।

/এএম/
সম্পর্কিত
ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু, রেললাইন অবরোধ
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?