X
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
২৫ অগ্রহায়ণ ১৪৩০

এক যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রাণ গেলো ইউনিয়নের মেম্বারের

গাইবান্ধা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫

গাইবান্ধার পলাশবাড়ীতে এক যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাদশা মিয়া (৫০) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্বপন (৩৩) ও সবুজ (৩৫) নামে তার দুই ভাই।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। বাদশা মিয়া বেতকাপা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।

এলাকাবাসী জানান, এলাকায় রাতে ছিঁচকে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কয়েকজন যুবককে প্রহরী নিয়োগ করা হয়। ওই প্রহরীরা এলাকায় ঘোষণা করেন যে, বিনা প্রয়োজনে রাত ১০টার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। 

তারা জানান, রাত ১২টার দিকে একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন প্রহরী খায়রুল। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে যান ওয়ার্ড সদস্য বাদশাসহ অন্যান্যরা। উভয়পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের লোকজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বাদশাসহ প্রতিবেশী দুই সহোদর গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা,  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) দীবাকর অধিকারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ছাড়া ঘটনায় অভিযুক্ত পাপুলকে গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
প্যারিসের আইফেল টাওয়ারে পর্যটকদের ওপর হামলা, নিহত এক
জর্জ ফ্লয়েডকে হত্যায় দোষী সাব্যস্ত পুলিশকে কারাগারে ছুরিকাঘাত
আয়ারল্যান্ডে ৫ জনকে ছুরিকাঘাত, রাজধানীতে শরণার্থীবিরোধী সহিংসতা
সর্বশেষ খবর
রেসিপি: আস্ত জলপাইয়ের মনপুরা আচার
রেসিপি: আস্ত জলপাইয়ের মনপুরা আচার
ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ
ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ
পুলিশকে কামড়ে পালালো হত্যা মামলার আসামি
পুলিশকে কামড়ে পালালো হত্যা মামলার আসামি
প্রতিবেশী দেশের নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুতে বাংলাদেশের আগ্রহ
প্রতিবেশী দেশের নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুতে বাংলাদেশের আগ্রহ
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন
সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন