X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রংপুরের আসনে মনোনয়ন পাননি রওশনপুত্র সাদ, বঞ্চিত রাঙ্গাও

লিয়াকত আলী বাদল, রংপুর 
২৮ নভেম্বর ২০২৩, ০০:১১আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০০:১১

অবশেষে রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ এবং রওশনপন্থি নেতা বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী ঘোষণা করে জেলার ৬টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সারা দেশে ৩০০ আসনের মধ্যে ২৮৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিকে রংপুর-৩ আসনে সাদ এরশাদকে বাদ দিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের নিজে প্রার্থী হওয়া অন্যদিকে রংপুর-১ আসন থেকে রাঙ্গাকে বাদ দিয়ে জিএম কাদেরের আপন ভাতিজা আসিফ শাহরিয়ারকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে কোনও প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। 

তবে জিএম কাদেরকে সদর আসনে প্রার্থী করার ঘোষণায় মিষ্টি বিতরণ করেছে দলের নেতাকর্মীরা। অপরদিকে রংপুর-১ আসনের গঙ্গাচড়ায় রাঙ্গার সমর্থকরা কোনও বিক্ষোভ বা তাদের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে আসিফ শাহরিয়ারের সমর্থকরা মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।

জাতীয় পার্টির ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী রংপুর-১ আসনে জিএম কাদেরের আপন ভাতিজা সাবেক এমপি আসিফ শাহরিয়ার, রংপুর-২ আসনে সাবেক এমপি আনিসুল ইসলাম মন্ডল, রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান জিএম কাদের , রংপুর-৪ আসনে সেলিম বেঙ্গল, রংপুর-৫ আসনে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার ছোট ভাই আনিসুর রহমান এবং রংপুর-৬ আসনে জাপা নেতা নুর আলম যাদু দলীয় মনোনয়ন পেয়েছেন। 

দলীয় মনোনয়ন পেয়ে রংপুর-৬ আসনের প্রার্থী জাপা নেতা নুর আলম যাদু ঢাকা থেকে মোবাইল ফোনে বলেন, দীর্ঘদিন পরে হলেও দল আমাকে মূল্যায়ন করেছে। এমন খবরে আমার নির্বাচনি এলাকার জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেছে।’ নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

সাদ এরশাদের আসনে জিএম কাদের নিজে এবং মসিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে রংপুরের ৬ আসনে প্রার্থী ঘোষণা করায় জেলার নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছে।

এ ব্যাপারে জেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘দল যাদের মনোনয়ন দিয়েছে সেটাতে রংপুরের নেতাকর্মীরা সন্তুষ্ট।’ মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, ‘জাপার দুর্গ রংপুরের ৬টি আসনে যোগ্যদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে।’

দলীয় মনোনয়ন না পাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে রংপুর-৩ আসনের বর্তমান এমপি সাদ এরশাদ ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার সঙ্গে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। 

/কেএইচটি/
সম্পর্কিত
খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত: জিএম কাদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ