আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের নামে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জি এম কাদেরের মনোনয়নপত্র জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।
তবে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি রংপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। মনোনয়নপত্র না নিলেও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে সাদ এরশাদ বলেন, ‘জাপা চেয়ারম্যান জি এম কাদের আমার আসন ছিনতাই করেছেন। এই আসন ছাড়া কোনও আসনে নির্বাচন করবো না। আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি।’
রংপুর-৩ আসনে এবার মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি এখনও মনোনয়নপত্র জমা দেননি। বৃহস্পতিবার জমা দেবেন। একই আসনে বুধবার বিকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাকের পার্টির প্রার্থী লায়লা আরজুম আরা বেগম। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন, ‘দেশে নির্বাচনের পরিবেশ ভালো আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।’
এবার রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৩টায় আমার নির্বাচনি এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবো। আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছি। তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টি আমাকে দলীয় মনোনয়ন দেবে বলে আশা রাখছি। দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি আগামী দুই-তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান। বুধবার বিকালে অর্ধশতাধিক গাড়িবহর এবং নেতাকর্মী নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন রাশেক। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘তরুণ প্রজন্মের কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। আশা করছি জয়ী হবো।’
একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার। তিনি বলেন, ‘ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়েছি। আমি কাল মনোনয়নপত্র জমা দেবো।’
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুরের ছয়টি সংসদীয় আসনে ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বুধবার দুই জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।