X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বন্ধুকে হত্যার পর লাশ বস্তায় ভরে ডোবায় ফেললো কিশোর

লালমনিরহাট প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ১৯:৩২আপডেট : ০৬ জুন ২০২৪, ১৯:৩২

লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় ফরহাদ হোসেন নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের রুহানিনগরের স্বর্ণামতি নদীর পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের এক বন্ধুকে (১৪) আটক করা হয়েছে। পুরোনো মোটরসাইকেল কেনার টাকা নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ফরহাদ হোসেন (১৬) ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা (শিববাড়ি) গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল। আটক কিশোর একই ইউনিয়নের বাসিন্দা।

ফরহাদের স্বজনরা জানান, প্রায় দুই মাস আগে ওই কিশোরের সঙ্গে ফরহাদের বন্ধুত্ব হয়। এরপর থেকে একসঙ্গে চলাফেরা করতো। কয়েকদিন আগে তার কাছ থেকে ১০ হাজার টাকায় পুরোনো একটি মোটরসাইকেল কিনেছিল ফরহাদ। মঙ্গলবার রাতে তাকে মোটরসাইকেল থেকে বাড়ির সামনে নামিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী বলেন, ‘নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ফরহাদের বাবা। ঘটনা তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে ফরহাদের বন্ধুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে তার বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত একটি দা এবং ফরহাদের মোবাইল উদ্ধার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।’

পুরোনো মোটরসাইকেল বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে জানিয়ে ওসি আরও বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় ফরহাদকে রুহানিনগরের ধানক্ষেতে নিয়ে মাদক সেবনের পর দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর লাশ বস্তায় ভরে ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। বিকালে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল করে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েক মাস আগে ওই কিশোরের সঙ্গে ফরহাদের বন্ধুত্ব হয়। একসঙ্গে মাদক সেবন করতো তারা। পুরোনো একটি মোটরসাইকেলের টাকা নিয়ে বিরোধে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। তারা মাদক ব্যবসায় জড়িত ছিল কিনা, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

স্থানীয় সূত্র জানায়, দুপুরে লাশ উদ্ধারের জন্য ওই কিশোরকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জেলা পুলিশ সুপার ও আদিতমারী থানার ওসি ঘটনাস্থলে ছিলেন। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়। লাশ উদ্ধারের পর ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী অভিযুক্ত কিশোরের ওপর হামলা চালায়। সেইসঙ্গে ভেলাবাড়ী-আদিতমারী সড়ক অবরোধ করে বিচার দাবিতে বিক্ষোভ শুরু করে। আটকে দেওয়া হয় পুলিশের গাড়ি। একপর্যায়ে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে তারা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

/এএম/
সম্পর্কিত
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ