X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

১২ বছর বয়সী মেয়েকে বিয়ে দিয়ে জরিমানা গুনলেন বাবা

হিলি প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ০০:৫৪আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০১:১৮

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ১২ বছর বয়সী এক কিশোরীকে বাড়ি থেকে অন্যত্র নিয়ে বিয়ে দেওয়ার অভিযোগে তার বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ওই কিশোরী বাবার কাছেই থাকবে মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় হিলির খট্টামাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত আতিয়ার রহমান ওই এলাকার আসাবুদ্দিনের ছেলে।

ইউএনও অমিত রায় বলেন, হিলির চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকার ওই ব্যক্তি তার ১২ বছর বয়সী কিশোরী মেয়েকে বরপক্ষের সঙ্গে পরামর্শ করে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায় নিয়ে সেখানকার ইউনুস আলীর ছেলে আব্দুর রহিম বাদশার সঙ্গে বিয়ে দিয়েছেন। সেখান থেকে আজ ছেলে ও মেয়ে উভয়ই মিলে হিলিতে বাবার বাড়িতে আসে। এ সময় স্থানীয়দের মাধ্যমে সেই খবর পেয়ে বিকালে সেখানে অভিযান চালানো হয়।

ইউএনও জানান, ছেলের বয়স ঠিক থাকলেও কনের জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স হয়েছে মাত্র ১২ বছর। মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন বাবা। এই অপরাধে বাল্যবিয়ে নিরোধ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়। বরকে আজকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত সংসার করতে স্বামীর বাড়িতে পাঠাবে না মর্মে কনের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা
ভারতে ঢুকে পড়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক