X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

প্রশ্নফাঁস-কাণ্ডে আ.লীগ নেতাকে দল থেকে বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ২২:১৬আপডেট : ১৩ জুলাই ২০২৪, ২২:১৬

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত প্রশ্নফাঁসের ঘটনায় নাম জড়িয়েছে অনেকের। তাদের মধ্যে একজন লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান। তার বিরুদ্ধে প্রশ্নফাঁস-কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়। সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থি, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো।

এ ব্যাপারে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মিজানুর রহমানের নাম এসেছে। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মিজান আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।’

স্থানীয়রা জানান, মিজানুর রহমানকে এলাকায় কেউ চিনতো না। ২০১৮ সালের পর থেকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের সাথে ওঠাবসা শুরু হয় তার। উপজেলার সরকারি ও দলীয় প্রোগ্রামে অংশ নিতো। এতে অন্য সাধারণ মানুষের মতোই তাকে মনে হতো। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলমের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ও ভোটের প্রচারণায় যোগ দেয়। এরপর ২ বছর আগে সম্মেলনের পরে সহসভাপতির পদ বাগিয়ে নেয়।

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংগঠনবিরোধী কাজের জন্য মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
সর্বশেষ খবর
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল